বিনোদন ডেস্ক : কদিন আগেই তো দেখা গিয়েছিল
দেব ও শুভশ্রীর ‘বিয়ের ছবি’৷ সকলে একযোগে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি
তারা বিয়েটা সেরে ফেললেন!
বরবেশী দেব ও কনের সাজে শুভশ্রীর ছবি প্রমাণ দিচ্ছিল বিয়ে তো হয়েইছে।
আসলে যদি হয়ও তবে তা সিনেমার খাতিরে। আর সে ছবি প্রকাশে সাড়া পড়ে
যাওয়ার পর নায়িকা দেখালেন এ ছবি। এবার একসঙ্গে কোথায় চললেন
দেব-শুভশ্রী, একেবারে ‘হ্যাপি’ মুডে? আসলে তারা এখন নৈনিতালে। চলছে তাদের
নতুন ছবি ‘ধূমকেতু’র শুটিং।
বেশ কয়েক বছর পর টলিপাড়ায় ফিরেছে এ জুটি? সম্পর্কের চোরাটান ছাপিয়ে
পেশাদারিত্বের আলোতে ফিরেছিলেন দু’জনে। সৌজন্যে অবশ্যই কৌসিক
গঙ্গোপাধ্যায়।
পরিচালক হিসেবে তিনি অন্য ঘরানার হলেও, এবার দেব ও শুভশ্রীর মতো
নায়ক-নায়িকাকেও শামিল করেছেন তার ঘরানায়। বাংলার এই ‘প্রফেসর’ পরিচালক
যে আবার নতুন করে চমকে দেবেন এমনটাই প্রত্যাশিত।
তবে সব থেকে বেশী চমকে দিয়েছিলেন তার ছবির নায়ক-নায়িকা। প্রথম লুকে
বিয়ের বেশে ধরা দিয়েই ফ্যানদের মন জয় করেছিলেন। সকলে একবাক্যে প্রায়
স্বীকার করেছিলেন, এ জুটির সারল্যই এদের ইউএসপি।
বিয়ের সাজে তাদের ছবির সেই সারল্যই যেন বোল্ড করেছিল ফ্যানদের। ক’দিন
কাটতে না কাটতেই নায়িকার প্রোফাইলে আবার হ্যাপি মুডের ছবি। আসলে নৈনিতালে
জমিয়ে চলছে ছবির শুটিং। আর তাই বিন্দাস মেজাজে নায়ক-নায়িকা।
এ ছবিতেই প্রযোজক দেবের যাত্রা শুরু। শুভশ্রীকে সঙ্গে নিয়েই সে যাত্রা
শুরু করেছেন। বেশ কয়েক বছর অন্তরালে থাকলেও ধূমকেতুর মতোই যেন ফিরে এসেছে
এ জুটি। আর ইতিমধ্যেই দর্শকের যে পরিমাণ ভালবাসা পেয়েছেন, তাতে
‘ধূমকেতু’র সাফল্য অনেকটাই যেন নিশ্চিত।
রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
মৌলিক সংখ্যা (Prime Number) বের করার ইজি টেকনিক
মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসবসংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। যেমন ২, ৫, ৭, ১১ ইত্যাদি।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ
২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭,৪১,৪৩,৪৭,৫৩,৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল ১০৬০।
১-১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি।
এভাবে ১-১০,১১-২০…… ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হল ৪,৪,২,২,৩,২,২,৩,২,১
Simple টেকনিকঃ
শুধু মাত্র ২ ব্যতিত অন্য কোন জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। যেমনঃ ১২,২৮,৪৫৬
দুই বা ততোধিক সংখ্যার শেষে ৫ থাকলে সেটি মৌলিক সংখ্যা হবে না। যেমনঃ ৫৫, ২৫,৬২৪৫ এগুলো ৫ দ্বারা বিভাজ্য।
তাহলে প্রতি ১-১০/১০-২০/২০-৩০ ……ক্রমে ৭টি সংখ্যা থাকে যেগুলো জোড় অথবা শেষে ৫ থাকে এবং সেই সংখ্যা গুলো অমৌলিক বা মৌলিক সংখ্যা হয় নয়। যেমনঃ ২০-৩০ এর মধ্যে ২০,২২,২৪,২৫,২৬,২৮ এবং ৩০। তাহলে আর বাকি থাকল ২১,২৩,২৭ এবং ২৯ ।এগুলো মৌলিক কিনা তা জানার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
Simple টেকনিকঃ
শুধু মাত্র ২ ব্যতিত অন্য কোন জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। যেমনঃ ১২,২৮,৪৫৬
দুই বা ততোধিক সংখ্যার শেষে ৫ থাকলে সেটি মৌলিক সংখ্যা হবে না। যেমনঃ ৫৫, ২৫,৬২৪৫ এগুলো ৫ দ্বারা বিভাজ্য।
তাহলে প্রতি ১-১০/১০-২০/২০-৩০ ……ক্রমে ৭টি সংখ্যা থাকে যেগুলো জোড় অথবা শেষে ৫ থাকে এবং সেই সংখ্যা গুলো অমৌলিক বা মৌলিক সংখ্যা হয় নয়। যেমনঃ ২০-৩০ এর মধ্যে ২০,২২,২৪,২৫,২৬,২৮ এবং ৩০। তাহলে আর বাকি থাকল ২১,২৩,২৭ এবং ২৯ ।এগুলো মৌলিক কিনা তা জানার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
মৌলিক সংখ্যা বের করার পদ্ধতিঃ
১ম পদ্ধতিঃ ১-১০
এর মধ্যে যে ৪ টা মৌলিক সংখ্যা আছে, (২,৩,৫,৭) এবং ২,৩,৫,৭ এর যোগফল ১৭
দিয়ে ভাগ না গেলে ঐ সংখ্যাটি মৌলিক সংখ্যা। যেমনঃ ৯৭ কে (২,৩,৫,৭,১৭) দিয়ে
ভাগ যায় না, তাই এটি মৌলিক সংখ্যা। কিন্তু ১৬১ কে (২,৩,৫,৭,১৭) এর মধ্যে ৭
দিয়ে ভাগ যায়। তাই ১৬১ মৌলিক সংখ্যা না।
২য় পদ্ধতিঃ যে সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা জানতে চাওয়া হবে সেটির(√)
বের করুন। রুট সংখ্যাটির সামনে ও পিছনের মৌলিক সংখ্যাটি দিয়ে ঐ সংখাকে ভাগ
যায় কিনা দেখুন। যদি ভাগ যায় তবে মৌলিক সংখ্যা না। যেমন ১৪৩ এর রুট করলে
পাওয়া যায় ১১.৯৬। এখানে ১১ নিজে মৌলিক সংখ্যা এবং এর পরের মৌলিক সংখ্যা হল
১৩। এই দুইটি সংখ্যা দিয়ে ১৪৩ কে ভাগ যায়। তাই এটি মৌলিক সংখ্যা নয়।
অর্থাৎ ২,৩,৫,৭,১১,১৩,১৭ দিয়ে ভাগ না গেলে বুঝতে হবে সংখ্যাটি মৌলিক সংখ্যা।
অর্থাৎ ২,৩,৫,৭,১১,১৩,১৭ দিয়ে ভাগ না গেলে বুঝতে হবে সংখ্যাটি মৌলিক সংখ্যা।