রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

বিয়ের পর ‘হ্যাপি’ মুডে দেব ও শুভশ্রী!

বিনোদন ডেস্ক : কদিন আগেই তো দেখা গিয়েছিল দেব ও শুভশ্রীর ‘বিয়ের ছবি’৷ সকলে একযোগে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি তারা বিয়েটা সেরে ফেললেন! বরবেশী দেব ও কনের সাজে শুভশ্রীর ছবি প্রমাণ দিচ্ছিল বিয়ে তো হয়েইছে। আসলে যদি হয়ও তবে তা সিনেমার খাতিরে। আর সে ছবি প্রকাশে সাড়া পড়ে যাওয়ার পর নায়িকা দেখালেন এ ছবি। এবার একসঙ্গে কোথায় চললেন দেব-শুভশ্রী, একেবারে ‘হ্যাপি’...
Share:

মৌলিক সংখ্যা (Prime Number) বের করার ইজি টেকনিক

মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসবসংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। যেমন ২, ৫, ৭, ১১ ইত্যাদি। ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭,৪১,৪৩,৪৭,৫৩,৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।  ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল ১০৬০। ১-১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি। এভাবে ১-১০,১১-২০…… ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হল ৪,৪,২,২,৩,২,২,৩,২,১ Simple টেকনিকঃ শুধু মাত্র ২ ব্যতিত অন্য কোন জোড় সংখ্যা মৌলিক সংখ্যা...
Share:

Recent Posts

Unordered List

Definition List