শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

ভাই-বোনে সহবাস, খুন মা-বাবা

পরস্পরের প্রেমে পড়ে সত্‍ ভাই-বোন। তার জেরে বাবা-মা’কে হত্যা করে তাঁদের দেহাংশ বাড়ির পোষা কুকুরকে খাওয়াল প্রণয়ী যুগল। পাশাপাশি সে স্বাদে ভাগ বসাল যুবক নিজেও। সম্প্রতি আর্জিন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের কাছে পিলার অঞ্চলে মধ্যবয়সী এক দম্পতির খুন ঘিরে সংবাদমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, হত্যার পর তাঁদের দেহ টুকরো করে বাড়ির পোষা কুকুরকে খাওয়ানো হয়েছে। এর পর শরীরে বাকি অংশ পুড়িয়ে পেলা হয়েছে। গোটা ঘটনার পিছনে নিহত দম্পতির সত্‍ ছেলে-মেয়ের হাত রয়েছে বলে জেরায় জেনেছেন গোয়েন্দারা। মিরিয়াম কোয়ালচুককে বিয়ে করে...
Share:

দালাল ছাড়া মাত্র ৩০ মিনিটে নিজের পাসপোর্ট করবেন যেভাবে -

অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিয়ে ছবি তুলতে সময় লাগে মাত্র ৩০ মিনিট, তাও বিনা ঘুষে। আসুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়। ১ম ধাপঃ অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন। ২য় ধাপঃ পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্যায়িত করে পাসপোর্ট অফিসে চলে যান। ৩য় ধাপঃ পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্ক এ । জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিন। রশিদটি আঠা দিয়ে ফর্মের উপর সংযজন করুন। ৪র্থ ধাপঃ এবার পাসপোর্ট...
Share:

কপিলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন ঐশ্বরিয়া

কপিল মানেই জোকস আর মজা। কপিল মানেই বলিপাড়ায় হাসির জোয়ার। সেই তিনি যে এমন একটা কাণ্ড করে বসবেন সত্যিই বিশ্বাস করা যায় না। ঐশ্বরিয়ার অনুমতি ছাড়াই তার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন কপিল। আর তার কিছু সময়ের মধ্যে দেখা যায় বিশ্বসুন্দরীর দেহরক্ষীরা ঘাড় ধাক্কা দিতে বার করে দিচ্ছেন কপিলকে। এই ঘটনায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে টিনসেলে। তবে কি ঘটেছে সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। এমনকি কপিলকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যায় প্রসঙ্গটি। কেন কপিল এমন করল? কি এমন করেছে যাতে এমন ব্যবহার করল অ্যাশ? আর সাতপাঁচ ভেবে লাভ নেই। অনেকেই মনে করছেন এটা পাবলিসিটি স্ট্যান্ট।...
Share:

Recent Posts

Unordered List

Definition List