শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

ভাই-বোনে সহবাস, খুন মা-বাবা

পরস্পরের প্রেমে পড়ে সত্‍ ভাই-বোন। তার জেরে বাবা-মা’কে হত্যা করে তাঁদের দেহাংশ বাড়ির পোষা কুকুরকে খাওয়াল প্রণয়ী যুগল। পাশাপাশি সে স্বাদে ভাগ বসাল যুবক নিজেও।
সম্প্রতি আর্জিন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের কাছে পিলার অঞ্চলে মধ্যবয়সী এক দম্পতির খুন ঘিরে সংবাদমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, হত্যার পর তাঁদের দেহ টুকরো করে বাড়ির পোষা কুকুরকে খাওয়ানো হয়েছে। এর পর শরীরে বাকি অংশ পুড়িয়ে পেলা হয়েছে। গোটা ঘটনার পিছনে নিহত দম্পতির সত্‍ ছেলে-মেয়ের হাত রয়েছে বলে জেরায় জেনেছেন গোয়েন্দারা।

মিরিয়াম কোয়ালচুককে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে শুরু করেন আর্জেন্টিনার বাসিন্দা রিকার্ডো ক্লেইন। বাবা-মায়ের সূত্রেপরিচিত হয় দুই সত্‍ ভাই-বোন লিয়ান্দ্রো আকোস্তা (২৫) ও ক্যারেন ক্লেইন (২২)। ক্রমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হলে একসঙ্গে তিন বছর ধরে বসবাস শুরু করে লিয়ান্দ্রো-ক্যারেন।
আইনজীবী মনিকা চিরিভিন জানিয়েছেন, ছোট দুই যমজ ভাইয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সত্‍ বাবা রিকার্ডোকে খুন করার মতলব এঁটেছিল তাঁর মক্কেল লিয়ান্দ্রো। তার আভিযোগ, ভাইদের উপর অত্যাচার করতেন রিকার্ডো। চিরিভিনের দাবি, সত্‍ বাবাকে খুনের কথা স্বীকার করেছে লিয়ান্দ্রো। শুধু তাই নয়, হত্যার পর তাঁর দেহাংশ নিজেও খেয়েছিল বলে জানিয়েছে সে। দীর্ঘ দিন ধরে পেটের অসুখ ও মনোবিকারের রোগী লিয়ান্দ্রোকে এই কাজে সাহায্য করে প্রেমিকা ক্যারেন।
পুলিশের জেরায় ক্যারেন কবুল করেছে, ভাইয়েরা স্কুলে যাওয়ার পর পরিকল্পনা মতোই সত্‍ বাবা ও নিজের মা’কে গুলি করে খুন করে লিয়ান্দ্রো। এর পর দেহগুলি টুকরো করার সময় প্রেমিকা তথা সত্‍ বোন ক্যারেনের সাহায্য নেয় সে। ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাট করার চেষ্টায় এর পর দেহের কিছু অংশ পোষা কুকুরকে খাইয়ে বাকি অংশ পুড়িয়ে ফেলা হয়।
বেশ কয়েক মাস ধরে মিরিয়াম ও রিকার্ডোর হদিশ না পেয়ে তাঁদের খোঁজ নিতে পিলার-এর বাড়িতে হাজির হন এক আত্মীয়। কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে দিতে অস্বীকার করে লিয়ান্দ্রো। সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন সেই আত্মীয়। তল্লাশিতে বাড়ির ছাদে রাখা বালতিতে মহিলার শ্রোণী খুঁজে পাওয়া যায়। গোয়েন্দাদের অনুমান, তা মিরিয়ামের দেহাংশ। এরপর স্থানীয় জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয় নিহত দম্পতির আধপোড়া দেহাবশেষ।
হত্যা, অপরাধের প্রমাণ লোপের চেষ্টা, অমানবিক আচরণের মতো বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় লিয়ান্দ্রো ও ক্যারেন। আপাতত আদালতে বিচারাধীন রয়েছে এই মামলা।
Share:

দালাল ছাড়া মাত্র ৩০ মিনিটে নিজের পাসপোর্ট করবেন যেভাবে -

অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিয়ে ছবি তুলতে সময় লাগে মাত্র ৩০ মিনিট, তাও বিনা ঘুষে। আসুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়।
১ম ধাপঃ
অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন।
২য় ধাপঃ
পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্যায়িত করে পাসপোর্ট অফিসে চলে যান।
৩য় ধাপঃ
পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্ক এ । জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিন। রশিদটি আঠা দিয়ে ফর্মের উপর সংযজন করুন।
৪র্থ ধাপঃ
এবার পাসপোর্ট অফিসে সরাসরি ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন। তারা আপনার ফর্ম এর উপর সই করে একটি সিরিয়াল নম্বর লিখে দিবে।
৫ম ধাপঃ
এবার সরাসরি চলে যান উপ কমিশনারের রুমে এবং তাকে দিয়ে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন।এখানে থেকে ভেরিফিকেসন করার পর পাঠিয়ে দিবে পাশের কাউন্টারের রুমে ছবি তুলতে।
৬ষ্ঠ ধাপঃ
ছবি তুলতে সোজা এই কাউন্টারে গিয়ে আপনার ফর্মটি জমা দিন। সেখানে অফিসার আপনার ছবি তুলবে, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর নিবে এবং তারপর আপনাকে রশিদ ধরিয়ে দিবে। সেটা ভালো মত চেক করে রুম থেকে বেরিয়ে আসুন।
ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষ। যেদিন পাসপোর্ট দেয়ার ডেট, সেদিন পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।
মনে রাখবেনঃ
অবশ্যই বাসা থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন।
NID এর সত্যায়িত ফটোকপি এবং পুরানো পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি নিয়ে যাবেন।
সাদা কাপড় পড়ে ছবি তোলা যাবে না।
অনলাইন পাসপোর্টের অফিসিয়াল নির্দেশনা ২০১৩ অবলম্বনে
অনলাইনে ফর্মটি পাওয়ার জন্য এই পেজ এ যান (Click Here) \
Share:

কপিলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন ঐশ্বরিয়া

কপিল মানেই জোকস আর মজা। কপিল মানেই বলিপাড়ায় হাসির জোয়ার। সেই তিনি যে এমন একটা কাণ্ড করে বসবেন সত্যিই বিশ্বাস করা যায় না। ঐশ্বরিয়ার অনুমতি ছাড়াই তার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন কপিল। আর তার কিছু সময়ের মধ্যে দেখা যায় বিশ্বসুন্দরীর দেহরক্ষীরা ঘাড় ধাক্কা দিতে বার করে দিচ্ছেন কপিলকে।
এই ঘটনায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে টিনসেলে। তবে কি ঘটেছে সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। এমনকি কপিলকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যায় প্রসঙ্গটি।
কেন কপিল এমন করল? কি এমন করেছে যাতে এমন ব্যবহার করল অ্যাশ? আর সাতপাঁচ ভেবে লাভ নেই। অনেকেই মনে করছেন এটা পাবলিসিটি স্ট্যান্ট। আসলে সামনেই মুক্তি পেতে চলেছে ঐশ্বরিয়ার কামব্যাক ছবি ‘জজবা’।
শোনা যাচ্ছে এই ছবির প্রচারে, 'কমেডি নাইটস উইথ কপিল' এর মঞ্চে আসছেন বিশ্বসুন্দরী। তাই কপিলের অ্যাশের ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়া, দেহরক্ষী দিয়ে কপিলকে বার করে দেওয়া পুরোটাই সাজানো ড্রামা। তাই এখনও অপেক্ষা সময়ের, দেখা যাক ঘটনাটি সত্য কিনা।
Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List