মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

একবার চার্জেই চলবে ৪০ দিন



phone
স্মার্টফোন দীর্ঘক্ষণ সচল রাখার জন্য চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকিটেল তৈরি করলে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন।
  1.  
ফোনটির মডেল কে৬০০০। ফোনটিতে আছে ৬০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।
এর আগে অকিটেল ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির একটি ফোন বাজারে ছাড়ে।
গিজমো চায়না জানিয়েছে, অকিটেলের নতুন এই ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে টানা ৪০ দিন পর্যন্ত সচল থাকে। অন্যদিকে এটি দিয়ে একটানা ৪৬ ঘণ্টা গান শোনা যাবে। এই ফোনটিতে ফাস্ট চার্জি প্রযুক্তি রয়েছে।
ফোনটি মাত্র ৫ মিনিট চার্জ দিলে ২ ঘণ্টা কথা বলা যাবে। এটিতে রিভার্স চার্জিং প্রযুক্তি আছে। ফলে এটি দিয়ে অন্যফোনেও চার্জ দেয়া যাবে।
ফোনটির কনফিগারেশন ও দরদাম সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
Share:

নতুন পে-স্কেলঃ নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত হবেন চাকরীজীবীরা

1টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়ে মন্ত্রিসভায় অনুমোদিত নতুন পে-স্কেলের এক মাস পেরিয়ে গেলো।টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়ে প্রতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত সঠিক নয়। এতে ক্ষতিগ্রস্ত হবেন সরকারি চাকরিজীবীরা। পুরনো পদ্ধতি টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল থাকলেই চাকরিজীবীরা লাভবান হবেন। এ কারণে নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে নতুন যে সুবিধার ঘোষণা দেয়া হয়েছে তা চ্যালেঞ্জ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে সচিবালয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। চলতি সপ্তাহে প্রতিবেদনটি সরকারের গঠিত বেতন বৈষম্য দূরীকরণ কমিটির কাছে জমা দেয়া হয়। ওই প্রতিবেদনে হিসাব করে দেখানো হয়, দীর্ঘমেয়াদে একজন চাকরিজীবী টাইম স্কেল ও সিলেকশন গ্রেডেই লাভবান হবেন। খবর যুগান্তরের।
সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবেদনে অষ্টম বেতন কাঠামোর ২০টি গ্রেডের সুবিধা আগামী ২০৩০ সাল পর্যন্ত পর্যালোচনা করা হয়। এতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়ে পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধিতে ক্ষতি এবং ওই দুটি সুবিধা বহাল রাখা হলে লাভের বিষয়টি পাশাপাশি হিসাব করে দেখানো হয়।
  1.  
এ প্রসঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব জাকারিয়া বলেন, বেতন বৈষম্য দূরীকরণ কমিটিকে হিসাবসহ প্রতিবেদন দেয়া হয়েছে। আমরা যে হিসাব দিয়েছি অর্থমন্ত্রী সে হিসাব যাচাই করে দেখতে পারেন। অর্থমন্ত্রীর সুবিধার জন্যই আমরা এসব তথ্য প্রদান করেছি। পাশাপাশি এ বিষয়ে কথা বলার জন্য আমরা সাক্ষাতের সময় চেয়েছি মন্ত্রীর কাছে। এখন কমিটি এসব তথ্য পর্যালোচনা করে দেখতে পারবে।
কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন পে-স্কেলে বছরে পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধিতে ২০৩০ সালে গিয়ে সর্বনিম্ন গ্রেডের (২০) একজন কর্মচারীর বেতন ৮২৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৭ হাজার ১৫১ টাকা। কিন্তু সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা হলে কোনো পদোন্নতি ছাড়াই একই সময়ে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন দাঁড়াবে ২৪ হাজার ৭৬৩ টাকা।
একইভাবে নতুন বেতন কাঠামো অনুযায়ী ২০৩০ সালে গ্রেড-২-এর বেতন হবে এক লাখ ১৪ হাজার ৬৪৮ টাকা, গ্রেড-৩-এর বেতন হবে ১ লাখ ১৭৫৩ টাকা, গ্রেড-৪-এর বেতন ৯০ হাজার ৪৭ টাকা, গ্রেড-৫-এর বেতন হবে ৮৩ হাজার ২১৭ টাকা, গ্রেড-৬-এর বেতন হবে ৭৩ হাজার ৮০২ টাকা, গ্রেড-৭-এর বেতন হবে ৬০ হাজার ২৮৯ টাকা, গ্রেড-৮-এর বেতন হবে ৪৭ হাজার ৮১৫ টাকা, গ্রেড-৯-এর বেতন হবে ৪৫ হাজার ৭৩৬ টাকা, গ্রেড-১০-এর বেতন ৩৩ হাজার ২৬৩ টাকা, গ্রেড-১১-এর বেতন ২৫ হাজার ৯৮৭ টাকা, গ্রেড-১২-এর বেতন ২৩ হাজার ৪৯২ টাকা, গ্রেড-১৩-এর বেতন ২২ হাজার ৮৬৮ টাকা, গ্রেড-১৪-এর বেতন ২১ হাজার ২০৫ টাকা, গ্রেড-১৫-এর বেতন ২০ হাজার ১৬৬ টাকা, গ্রেড-১৬-এর বেতন ১৯ হাজার ৩৩৪ টাকা, গ্রেড-১৭-এর বেতন ১৮ হাজার ৭১০ টাকা, গ্রেড-১৮-এর বেতন ১৮ হাজার ২৯৫ টাকা এবং গ্রেড-১৯-এর বেতন হবে ১৭ হাজার ৬৭১ টাকা।
পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা বহাল থাকলে এবং ২০৩০ সালে গ্রেড-৯-এর বেতন হবে ৫৯ হাজার ৯৩০ টাকা, গ্রেড-১০-এর বেতন হবে ৪০ হাজার ৮০৬ টাকা, গ্রেড-১৯-এর বেতন হবে ১৯ হাজার ৩৩৪ টাকা।
প্রতিবেদনে আরও একটি হিসাবে দেখানো হয় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়ে। কিন্তু ভবিষ্যতে নিয়মিত পে-স্কেল প্রদান করা হলে গ্রেড-২-এর বেতন হবে এক লাখ ৯৩ হাজার ৪১৪ টাকা, গ্রেড-৩-এর বেতন হবে এক লাখ ৬৬ হাজার ৩৭৩ টাকা, গ্রেড-৪-এর বেতন এক লাখ ৪৭ হাজার ২৩৩ টাকা, গ্রেড-৫-এর বেতন হবে এক লাখ ২৭ হাজার ৮৪১ টাকা, গ্রেড-৬-এর বেতন এক লাখ ৬৫৫৫ টাকা, গ্রেড-৭-এর বেতন ৮৭ হাজার ৪৫ টাকা, গ্রেড-৮-এর বেতন ৬৯ হাজার ৩৬ টাকা, গ্রেড-৯-এর বেতন ৬৬ হাজার ৩৪ টাকা, গ্রেড-১০-এর বেতন ৪৮ হাজার ২৫ টাকা, গ্রেড-১১-এর বেতন ৩৭ হাজার ৫১৯ টাকা, গ্রেড-১২-এর বেতন ৩৩ হাজার ৯১৮ টাকা, গ্রেড-১৩-এর বেতন ৩৩ হাজার ১৭ টাকা, গ্রেড-১৪-এর বেতন ৩০ হাজার ৬১৬ টাকা, গ্রেড-১৫-এর বেতন ২৯ হাজার ১১৫ টাকা, গ্রেড-১৬-এর বেতন ২৭ হাজার ৯১৪ টাকা, গ্রেড-১৭-এর বেতন ২৭ হাজার ১৪ টাকা, গ্রেড-১৮-এর বেতন ২৬ হাজার ৪১৪ টাকা এবং গ্রেড-১৯-এর বেতন হবে ২৫ হাজার ৫১৩ টাকা।
প্রতিবেদনে বলা হয়, অষ্টম বেতন কাঠামোতে গড়ে ৯৬ দশমিক ৫৬ শতাংশ বেতন বাড়লেও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেয়ার কারণে তা অধিকাংশ চাকরিজীবীর কাছে গ্রহণযোগ্য হয়নি। এতে আরও বলা হয়, বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের কোনো সম্পর্ক নেই। চাকরিতে পদোন্নতি একটি সাংবিধানিক অধিকার। কিন্তু অনেক সময় চাকরির ধরন ও প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী পদোন্নতি প্রদান সম্ভব হয় না। এ কারণেই মূলত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রবর্তন করা হয়।
বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, ড্রাইভার, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের পদোন্নতি দেয়া সম্ভব হয় না। কিন্তু বিগত সব পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা বহাল থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে।
Share:

ছাত্রী মৃত্যুর পূর্বে চিরকুটে: `আমার মৃত্যুর জন্য দায়ী তারেক’



1মা/ভাইয়া আমাকে ক্ষমা করে দিও। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য দায়ী তারেক, তারেকের মা ও তার বোন কনিকা। আমার মৃত্যুর প্রতিশোধ তোমরা নিও। চিঠিটি শারমিন আক্তার ওরফে মিনুর পরিবার তার শোয়ার কক্ষ থেকে উদ্ধার করেছে।
শুক্রবার বিকেলে তার পরিবারের সদস্যরা চিঠিটি মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মোঃ নিজাম উদ্দিনের কাছে হস্তান্তর করেছেন।

চিঠিটি পাওয়ার সত্যতা স্বীকার করে এসআই নিজাম উদ্দিন বলেন, চিঠিটি তার হাতের লেখা কিনা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তার হাতের লেখা এবং অন্যান্য বিষয়ে খোঁজ করে দেখা হচ্ছে। তবে চিঠিটি কখন লেখা হয়েছে তার সময় বা তারিখ উল্লেখ নেই।
গত বৃহস্পতিবার চাঁদপুরের শাহ্রাস্তির ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মিনুকে (১৫) তার সহপাঠী মোমিন হোসেন ওরফে তারেক শ্রেণিকক্ষ থেকে পুকুর পাড়ে ডেকে নেয়। সেখানে তারেক তাকে থাপ্পড় মারে ও তার মুখে থুথু ছিটায়। একই দিনে তারেকের মা রুপবান বানু ও বিদ্যালয়ে যেয়ে মিনুকে শাসান এবং অপমান করেন।
পরে মেয়েটি বিদ্যালয় থেকে বিরতির সময় ছুটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে কাউকে কিছু না বলে শোয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী মৃত্যুর খবর শুনে হামলা চালিয়ে বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ভাংচুর করেন। মিনুর ভাই সাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন তারেক ও তার মা বিদ্যালয়ে যেয়ে মিনুকে অপমান ও অপদস্থ করেন। মিনু বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ঘটনাটি জানিয়েও প্রতিকার পায়নি। বিদ্যালয় থেকে এত বড় একটি ঘটনা আমাদের পরিবারের কাউকে জানানো হয়নি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান মিনুর পরিবার বক্তব্য অস্বীকার করে বলেন, মেয়েটি আমাদের কাউকে ঘটনা জানায়নি। প্রধান শিক্ষক আরো জানান, আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছি। শনিবার বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলেছে।

এসআই নিজাম উদ্দিন জানান, মূল আসামী তারেক কারাগারে আছেন। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, পাঁচ ভাই বোনের মধ্যে একমাত্র মেয়ে মিনুকে হারিয়ে তাঁর পরিবার বাকরুদ্ধ। বখাটের হাতে একটি ফুটফুটে মেয়ের অকাল মৃত্যুতে এলাকার মানুষ শোকাগ্রস্থ। আমরা এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
Share:

২ হাজার ৯৯২ টাকায় স্যামসাং ট্যাব!



2015_10_13_17_01_38_9w1f0Nr8iSu4bWJR5qNJydZLc7iqxu_original
স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি ট্যাব এস ৮.৪ এর আকর্ষণীয় মূল্য ঘোষণা করেছে। গ্রাহকরা এখন মাত্র ২ হাজার ৯৯২ টাকায় মাসিক কিস্তিতে ডিভাইসটি কিনতে পারবে। এছাড়াও স্যামসাং ট্যাবলেটের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ট্যাব ৩ ভি, ট্যাব ৪ এবং ট্যাব ই তে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।
স্যামসাং ট্যাব এস ৮.৪ এখন মাত্র ৩৫ হাজার ৯ শত টাকায় পাওয়া যাচ্ছে। এটির পূর্বমূল্য ছিল ৪৪ হাজার ৯০০ টাকা।  এখন এই ডিভাইসটি  ০% ইন্টারেস্ট এ ১২ মাসের সহজ কিস্তিতে কিনতে পারবে। এই অফারের আওতায়, গ্রাহকরা মাত্র ২ হাজার ৯৯২ টাকার মাসিক কিস্তিতে ডিভাইসটি কিনতে পারবেন।
স্যামসাং ট্যাব এস ৮.৪ এ আছে সুপার অ্যামোলেড এইচডি ডিসপ্লে। ৬ মিলিমিটারের সুপার স্লিম এবং সুপার লাইট ডিজাইন ডিভাইসটিকে আকর্ষণীয়  এবং প্রিমিয়াম লুক দিয়েছে। এছাড়াও ডিভাইসটির ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং মাল্টি ইউজার মোড সুবিধাগুলো ডিভাইসটিকে নিরাপত্তার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বি করে তুলেছে।
এছাড়াও স্যামসাং ট্যাব ৩ ভি, ট্যাব ৪ এবং ট্যাব ই ট্যাবলেটগুলোতে দিচ্ছে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড়। সঙ্গে গ্রাহকরা নিশ্চিত ১ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন।
Share:

বলিউড বাদশাহ শাহরুখের জন্য বিরিয়ানি…



২০১০ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজলের ‘মাই নেম ইজ খান’৷মাঝখানে কেটে গিয়েছে পাঁচ-পাঁচটি বছর। সিলভার স্ক্রিন কাঁপানো এই জুটিকে এর মাঝে আর পর্দায় দেখা যায়নি।
চলতি বছরের ১৮ ডিসেম্বর রোহিত শেট্টির হাত ধরে আবারও বড়পর্দায় বীর (শাহরুখ) এবং জেনিফার (কাজল)। এই ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ে গিয়ছে তুঙ্গে। এবার সেই মাতামাতিতে যোগ দিলেন টেনিস ডাবলসের এক নম্বর তারকা সানিয়া মির্জাও।
শাহরুখ-কাজল-বরুণ ধাওয়ান ও কৃতি সানোনরা ‘সিটি অফ নবাবস’ ছবির শুটিং সারছেন। ঘটনাচক্রে হায়দরাবাদই সানিয়ার শহর। শাহরুখরা আছেন জেনেই তাঁদেরকে হায়দরাবাদি বিরিয়ানি খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন সানিয়া। নিজে হাতে বিরিয়ানি রেঁধেই শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন সানিয়া।
ওখানেই শাহরুখদের বিরিয়ানি খাওয়ালেন তিনি৷ বিরিয়ানি খেয়ে যে তাঁর স্বাদ একেবারেই পছন্দ হয়নি বাদশার তা তিনি টুইট করেই জানিয়ে দিলেন। যদিও মজার ছলেই শাহরুখ বলেন,‘সানিয়া তোমার রিটার্ন ও বিরিয়ানি কোনওটাই ছোঁওয়া যায় না।’ সানিয়া শাহরুখের সার্ভের রিটার্ন মারলেন চেনা ছন্দেই৷সানিয়া টুইটে লেখেন,‘ তোমাদের জন্য সানিয়া সবসময় আছে৷ভালো লাগছে এটা ভেবেই যে সারারাত জেগে কাজ করার পর আমার বিরিয়ানি খাওয়ার জন্য কিছুটা সময় পেলে।
Share:

জয়ার ১২ সেকেন্ডের দৃশ্য নিয়ে কলকাতায় হৈচৈ!

1ঢালিউডের জয়া আহসানকে নিয়ে হৈচৈ শুরু হয়েছে টালিউডে। সে উত্তেজনা ছড়াচ্ছে বলিউডেও। এবারের পূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির আলোচিত ছবি ‘রাজকাহিনী’।
ছবিটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ছবির ট্রেলারই আলোচনায় নিয়ে এসেছে জয়াকে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
  1.  
এই যখন অবস্থা, তখন ছবিটির হিন্দি ভার্সন করার ঘোষণা দিয়েছে বলিউড। ফলে হয়তো প্রথমবারের মতো বলিউডে অভিষেক হতে পারে জয়ার।
‘রাজকাহিনী’ ছবিতে জয়া ‘রুবিনা’ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তিনি মূলত নদীয়ার মেয়ে। বিভিন্ন সংগ্রাম-জটিলতা পেরিয়ে শেষমেশ পতিতালয়ে ঠাঁই মিলে তার। সম্প্রতি রুবিনা চরিত্রটির ১২ সেকেন্ডের একটি দৃশ্য অনলাইনে প্রকাশিত হয়েছে।
এতে দেখা গেছে, জয়া আহসান রাগী মেজাজ নিয়ে ছুটে আসছেন। গায়ে জড়ানো রয়েছে শাড়ি ও গামছা। রুদ্রনীলের মুখের কাছাকাছি ঝুঁকে, গালে হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘আমি তোমার রুবিনা।’ এরপরই তার হাতে অস্ত্র উঠে আসে। তিনি প্রচণ্ড চিৎকারে ধারালো অস্ত্রের এক কোপে নামিয়ে আনেন মুণ্ডু।
১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত এই ছবিটি ১৬ অক্টোবর মুক্তি পাবে। বাংলাদেশেও এটি মুক্তি দেয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। এছাড়া বলিউডে ছবিটির হিন্দি রিমেকের ব্যাপারে ঘোষণা এসেছে। ‘রাজকাহিনী’ ছবিটি হিন্দিতে ‘লাকির’ শিরোনামে নির্মিত হবে।
মহেশ ভাট ও মুকেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস এবং কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে হিন্দি ছবিটি প্রযোজনা করবে। এটিও পরিচালনা করবেন সৃজিত। ইতোমধ্যে তিনি শ্রীজাতকে হিন্দি চিত্রনাট্যটি লিখতে দিয়েছেন।
Share:

পর্নস্টারের কষ্টকর অভিজ্ঞতা!

">
পর্নস্টারের কষ্টকর অভিজ্ঞতা!

পর্দায় তাঁরাই তৈরি করেন নীল রঙের দুনিয়া৷ সে দুনিয়ার ভাষা আলাদা, আলাদা রকমসকম৷ উত্তেজনা আর উত্তাপ সেখানে পারদের ওঠাপড়ায় নির্ধারিত হয় না, সেখানে সূচক অন্য কিছু৷ সে নীল মোহের মায়াদুনিয়া কখনও অবশ করে, কখনও বা বশ করে৷ কিন্তু এই গোপন বিনোদন বিলোতে যাঁদেরকে ‘পারফর্ম’ করতে হয়, তাঁরাও কি একইরকম সুখে থাকেন? তা জানতেই সম্প্রতি হয়েছিল এক সমীক্ষা৷ প্রায় ১৫ জন পর্নস্টারের কাছে জানতে চাওয়া হয়েছিল, সেটে তাঁদের খারাপ অভিজ্ঞতা জানানোর কথা৷ আর তাতে পর্নস্টাররা, বিশেষত মহিলা পর্নস্টাররা যে অভিজ্ঞতা তুলে ধরলেন, তাতে মুহূর্তে ভেঙে যেতে পারে নীলসুখের দুনিয়া৷
একাধিক মহিলা পর্নস্টার জানিয়েছেন পর্দায় উত্তেজনা ফুটিয়ে তুলতে তাঁদের রীতিমতো অত্যাচারই স্বীকার করতে হয়৷ দর্শকের উত্তেজনা যাতে কোনভাবেই পড়তি না হয়, তার জন্যেই নানা শারীরিক অবস্থানে সঙ্গম করানো থেকে শুরু করে ক্ল্যাইম্যাক্সের জন্য বিভিন্ন ভাবনা থাকে পরিচালকের৷ অভিনেতা, অভিনেত্রীদের থেকে সেটাই প্রত্যাসা করেন তাঁরা৷ পরিচালকের কথামতো ‘পারফর্ম’ করতে গিয়ে রীতিমতো কসরত করতে হয় অভিনেত্রীদের৷ কখনও কখনও পড়তে হয় নানা অপ্রীতিকর, অস্বস্তির মুহূর্তে, পর্নস্টার হয়েও যা বরদাস্ত করতে পারেন না অনেকে৷ এই সমীক্ষায় সেসব কথাই খোলামেলা তুলে ধরেছেন তাঁরা৷

পর্নস্টারদের দিয়ে নানা কল্পনা ও ধারণা থাকে নীলছবির দর্শকদের৷ এই সমীক্ষা প্রমাণ করে, তা অনেকাংশেই ভুল৷ বরং দর্শকদের দৃশ্যসুখ দিতে গিয়ে যে পরিমাণ কষ্ট স্বীকার করতে হয় তা জানলে নীলছবি দেখার নেশা কেটে যেতে পারে আম দর্শকের৷
Share:

১০ হাজার সিনিয়র নার্স নিয়োগের সিদ্ধান্ত


১০ হাজার সিনিয়র নার্স নিয়োগের সিদ্ধান্ত 


সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে নতুনকরে আরও ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

একইসঙ্গে স্টাফ নার্স ও সিনিয়র স্টাফ নার্সদের বয়সসীমা ৬ বছর বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।। এ বয়সসীমা ২০১৮ সাল পর্যন্ত কার্যকর হবে বলে জানান তিনি।

Share:

কুমারিত্ব হারানো নিয়ে বললেন কিম, সানি সহ অনেকে


কুমারিত্ব হারানো নিয়ে বললেন কিম, সানি সহ অনেকে বিনোদন প্রতিবেদক:
১৮ পার হলেই যে তকমা গায়ে লাগে তা হচ্ছে যৌবনের দোলা। কিন্তু তার আগে শৈশব বা কৈশোরে যৌন সম্পর্কে জড়িয়ে পড়া তো দূরে থাক, এ সম্পর্কিত খোলামেলা আলোচনার চর্চাটাও নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। কিন্তু এমন অনেক তারকাই আছেন, যারা যৌন সম্পর্কে জড়িয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই। আবার এ সত্য ঘটনা নিজ মুখে স্বীকারও করেছেন, এমনই ক’জন তারকা-
ড্যানিয়েল রেডক্লিফ: পর্দার হ্যারি পটার ১৬ বছর বয়সেই ইতি টানেন তার কুমারী জীবনের। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বয়সে অনেক বড় এবং প্রতিষ্ঠিত এই নারীর আহবানে সাড়া দিয়েই হয় তার প্রথম যৌন অভিজ্ঞতা।
প্যারিস হিলটন: শুধু শোবিজ নয়- ব্যবসা ও সমাজসেবায় তিনি বিখ্যাত। তারচেয়ে বিখ্যাত ট্রাবল স্টার হিসেবে। তবে খোলামেলা আলোচনায় তিনি জানিয়েছেন বিখ্যাত স্টাইলার রান্ডি স্পেলিংয়ের সঙ্গে প্রথম যৌন সম্পর্কে জড়ান প্যারিস। তখন তার বয়স ছিল ১৫।
মেগান ফক্স: হলিউডি এই নায়িকা যৌন বিষয়ক কৌতুহল মেটাতে গিয়ে কুমারীত্ব বিসর্জন দেন ১৭ বছর বয়সে। তবে এ নিয়ে তার আজও কোন অনুশোচনা নেই।
ডেমি মুর: তৎকালীন প্রেমিকের সঙ্গে ১৫ বছর বয়সে প্রথম যৌন অভিজ্ঞতা হয় তার, এ কথা স্বীকার করলেও প্রেমিকের নামটা আড়াল রেখেছেন ডেমি মুর।
জনি ডেপ: মাত্র ১৩ বছর বয়সে এক নারীর মাধ্যমে যৌন অভিজ্ঞতা হয় তার। তবে সেটা ছিল একটা গাড়ির মধ্যে!
রণবীর কাপুর: বলিউডের লাভার বয় রণবীর মাত্র ১৫ বছর বয়সে তার ‘সুইট হার্টের’ সঙ্গে যৌণ সম্পর্কে জড়িয়ে পড়েন। একটি ম্যাগাজিন অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
কিম কার্দাশিয়ান: প্রকাশ্যেই নিজের প্রথম যৌন সম্পর্কের কথা বলেছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে ১৪ বছর বয়সে এ অভিজ্ঞতা হয় তারা। তার প্রেমিক কিন্তু ছিলেন মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে, টিজে জ্যাকসন।
সানি লিওন: পর্দায় তিনি পর্ণস্টার- অনেকের মনেই প্রশ্ন জাগে তার ব্যক্তিগত যৌনজীবন নিয়ে। খোলামেলা সানি জানিয়েছেন, ১১ বছর বয়সে চুম্বনের অভিজ্ঞতা ঘটে। আর ১৬ বছর বয়সেই যৌন সম্পর্কের হাতেখড়ি।
কোল কার্দাশিয়ান: মাত্র ১৪ বছর বয়সে নিজের কুমারীত্ব হারান কোল। অনেক বেশী বয়সের এক পুরুষের ফাঁদে পা দিয়েছিলেন তিনি। এ ঘটনায় কোলের বাবা অনেক রেগে যান- নিজের অভিজ্ঞতা এভাবেই স্বীকার করেছেন তিনি।
অ্যাঞ্জেলিনা জোলি: মানসিকভাবে অবসাদগ্রস্থ ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রথমজীবনের প্রেমিকের সঙ্গে ১৬ বছর বয়সে তার যৌন সম্পর্কের সূচনা ঘটে। বর্তমানে ব্র্যাড পিটের সঙ্গে সুখে সংসার করছেন জোলি, তবুও তিনি স্বীকার করেন- প্রথম প্রেমের সম্পর্কটা সত্যিই ভিন্ন ছিল।

Share:

সেক্স উপভোগ করে গর্ভবতী হওয়ার পাঁচ পরামর্শ

43612-pregnant-woman
প্রত্যেক মেয়ে পূর্ণ নারী হয়ে ওঠার পর তাঁর প্রথম এবং একমাত্র স্বপ্ন হয় যে সে মা হবে। সন্তানের জন্ম দেবে। কিন্তু সন্তান ধারণ করাও সহজ কথা নয়। কী করলে বা কীভাবে চলেল গর্ভবতী হওয়া সহজ হবে, তার জন্যই কিছু বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পরামর্শ এক- সেক্স করা নিয়ে কোনও দ্বিধা রাখবেন না। অনিয়মিত সেক্স করাও গর্ভবতী হওয়ার পক্ষে ভাল নয়। তাই নিয়মিত বিনা টেনশনে সেক্স করে যান।
পরামর্শ দুই– মেয়েদের পিরিয়ডের ২৮ দিনের হিসেব ঠিকমতো মাথায় রাখতে হবে। পিরিয়ডের নবম এবং দশম দিনের মধ্যে অবশ্যই ইউরিন টেস্ট করে নিতে হবে।
পরামর্শ তিন– নিজের পিরিয়ডের হওয়ার দিন হিসেব করে তার আগের দু-তিন দিন অবশ্যই সেক্স করতে হবে। এবং পিরিয়ডের পরও তাই। সাধারণত, শুক্রাণূ জরায়ুর মধ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকে। তাই পিরয়ডের আগের তিনদিন সেক্স করাটা গর্ভবতী হওয়ার জন্য খুবই আদর্শ সময়।
পরামর্শ চার– সেক্সটা শুধু করার জন্য করা নয়। কিংবা পার্টনারকে তৃপ্তি দেওয়া নয়। বরং, গর্ভবতী হওয়ার জন্য অবশ্যই নিজে সেক্স উপভোগ করুন।
পরামর্শ পাঁচ- এ দেশে সাধারণত, বিয়ের পরই মেয়েরা বেশি সেক্স করে। আর দেখা গিয়েছে, বিয়ের মাত্র ছ মাসের মধ্যেই এ দেশের ৫০ শতাংশ মেয়েরা গর্ভবতী হয়ে পড়েন। সেক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ, কিছুদিন সেক্স উপভোগ করুন। তারপর গর্ভবতী হওয়ার কথা মাথায় আনুন। তাহলেই  সেক্স সব থেকে বেশি উপভোগ করতে পারবেন এবং সুস্থভাবে গর্ভবতী হতে পারবেন
Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List