মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

আদালতে সবাইকে অবাক করে দিলেন সাকা চৌধুরীর স্ত্রী

1একাত্তরে মানবতা অপরাধের দায়ে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় চার্জ শুনানিতে আসামি তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ট্রাইব্যুনালে হাজিরা দাখিল করেও তা প্রত্যাহার করে নেন। পরে অসুস্থতার কারণ দেখিয়ে ট্রাইব্যুনালে আসতে পারেননি অজুহাতে সময়ের আবেদন দাখিল করেন। ফলে ষষ্ঠ বারেও চার্জ শুনানি করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বহুল আলোচিত এ মামলাটিতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল সোমবার। এজন্য জামিনে থাকা আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ও ছেলে হুমাম কাদের চৌধুরী ট্রাইব্যুনালে এসে হাজিরাও দাখিল করেন।
এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সোমবার বেলা দুইটার সময়। কিন্তু সঙ্গত কারণে ঘণ্টা দু-এক পরে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। হঠাৎ করেই শুনানি শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে অদৃশ্য কারণে জামিনে থাকা আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরীর হাজিরাপত্রটি প্রত্যাহার করা হয়। সেই সঙ্গে অসুস্থতার জন্য ট্রাইব্যুনালে আসতে পারেননি মর্মে একটি সময়ের আবেদন দাখিল করেন।
এরপর শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা শুনানিকালে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরীর ট্রাইব্যুনালে হাজির হওয়ার বিষয়টি বেমালুম চেপে রেখে অসুস্থতার জন্য আসামি ট্রাইব্যুনালে আসতে পারেননি বলে সময়ের আবেদন দাখিল করেন এবং তা মঞ্জুরের জন্য প্রার্থনা জানান। এসময় বিচারক পিপির বক্তব্য জানতে চান। সংশ্লিষ্ট পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম তখন বলেন, বেশ কয়েকবার মামলাটির চার্জ শুনানি পেছানো হয়েছে। তাই আর না পিছিয়ে তিনি চার্জ গঠনের আবেদন জানান।
কিন্তু বিচারক আসামির সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেন। তখন আইনজীবীরা ও অন্যান্য মামলার বিচার প্রার্থীরা যারা সাকা চৌধুরীর স্ত্রীকে ট্রাইব্যুনালে দেখেছেন তারা আইনজীবীর শুনানি এবং তৎপর বিচারকের আদেশে বিষ্ময়ে একে অন্যের দিকে তাকাচ্ছিলেন। রংপুর থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘এমন ঘটনাও তাহলে সম্ভব!’
এর আগে আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী অসুস্থতার অজুহাতে কমপক্ষে পাঁচবার চার্জ গঠনের তারিখ পিছিয়ে দিয়েছিলেন বিচারকরা। তবে ছেলে হুমাম কাদের চৌধুরী শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
Share:

বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা

58fc403981d1c5d90929abc7ce5ead0b
ময়মনসিংহের পর এবার কুমিল্লা ও ফরিদপুর বিভাগ হচ্ছে। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর জেলাগুলোকে নিয়ে হবে কুমিল্লা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে হবে ফরিদপুর বিভাগ। এজন্য সরকারের প্রস্তুতিও চলছে জোরেসোরে। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার বিভাগ গঠন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কুমিল্লা ও ফরিদপুরে বিভাগ গঠনের দাবি দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভাগ গঠনের বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়। এই সিদ্ধান্তের সূত্র ধরে গত ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয় প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় কমিটি-নিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন। এরপরই আসে কুমিল্লা ও ফরিদপুরের পালা। জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন সমন্বয় শাখা গত ২১ সেপ্টেম্বর কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের লক্ষ্যে বিষয়টি সামগ্রিকভাবে পরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ পেশ করার জন্য একটি কমিটি গঠন করেছে। নয় সদস্যের এ কমিটির সভাপতি হলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো.নজরুল ইসলাম এবং সদস্য সচিব হলেন একই বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) সাইদুর রহমান। ৩০ সেপ্টেম্বর এই কমিটির প্রথম বৈঠক হয়। এতে আরও দশজনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ হিসাবে বিভাগ গঠন সংক্রান্ত কমিটির সদস্য সংখ্যা দাড়াল ১৯। আগামী বৃহস্পতিবার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তার কার্যপরিধি বলা হয়েছে সাতটি। এগুলোর মধ্যে রয়েছে এই কমিটি কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রদান করবে,নতুন বিভাগীয় সদর দফতরে কোন কোন অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার অফিস স্থাপন করা প্রয়োজন সে বিষয়ে সুপারিশ প্রদান করবে, এসব অফিস স্থাপনের জন্য আবশ্যকীয় ভৌত অবকাঠামোর চাহিদা নিরুপন করবে, প্রয়োজনীয় লোকবল নির্ধারণ করবে। একইসঙ্গে ভৌত অবকাঠামো ও লোকবলের জন্য আর্থিক সংশ্লেষ নিরুপন ও প্রস্তাবিত বিভাগের সীমানা সম্পর্কে সুপারিশ করবে। প্রজ্ঞাপনে এই কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশ পেশ করতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেছেন, কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের বিষয়টি নিয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ পেশ করতে পারব বলে আশা করছি। প্রসঙ্গত নবগঠিত ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টাঙ্গাইল ও কিশোরগঞ্জ নতুন বিভাগে আসেনি। এ দুটি জেলা ঢাকা বিভাগেই রয়ে গেছে। অন্যদিকে বৃহত্তর নোয়াখালীর জেলাগুলো নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠনের দাবিও দীর্ঘদিনের
Share:

জনবল নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

breb20151006073104
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টিএপিপি প্রকল্পের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ০৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নাম: জিআইএস স্পেশালিস্ট
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: ১০ বছর
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
পদের নাম: সহকারী জিআইএস স্পেশালিস্ট
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: ১ বছর
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
মেয়াদকাল: ১ জুলাই ২০১৫ থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত
আবেদনপত্র সংগ্রহ: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.reb.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: পরিচালক, টিএপিপি প্রকল্প, বাপবি বোর্ড ট্রেনিং একাডেমি ভবন, ২য় তলা, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০১৫
Share:

ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন, অত:পর …….



sporsiya-live
প্রেমিকাকে নিয়ে রাত্রিযাপন করায় প্রেমিক যুগলের বিয়ের আয়োজন করেছে পুলিশ। তারা নীলফামারী সরকারী মহিলা কলেজ ও সরকারী কলেজের ছাত্রছাত্রী। এনিয়ে শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ডোমারের গোলাম মিয়ার পুত্র ও নীলফামারী সরকারি কলেজের ছাত্র মেজবাউল ইসলামের সঙ্গে নীলফামারী সরকারি মহিলা কলেজের অনার্সের ছাত্রী সাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বোরবার রাতে উভয়ে সৈয়দপুর শহরের জসিম বিল্ডিং আবাসিক বোডিংয়ে ওঠেন। সেখানে তারা রাত্রিযাপন করেন। সকালে পুলিশ তাদের আটক করে বিয়ের আয়োজন করে। পরে তাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের হাতে তুলে দেয়া হয়। তিনি অভিভাবকদের ডেকে বিয়ের উদ্যোগ নেন। পুলিশ ও অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Share:

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এইচটিসি

 বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এইচটিসি। তাইওয়ানের এই স্মার্টফোন ব্র্যান্ড এইচটিসি ওয়ান এম৮আই, ডিজায়ার ৮২০এস, ডিজায়ার ৬২৬জি, ডিজায়ার ৬২০জি, ডিজায়ার ৫২৬জি+ এবং ডিজায়ার ৩২৬জি স্মার্টফোনগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে তাদের বিক্রয় কার্যক্রমের ঘোষণা দিয়েছে।
এ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এইচটিসি'র দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জনাব ফয়সাল সিদ্দিকী বলেন, “বাংলাদেশের বাজারে আমাদের স্মার্টফোনের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। উন্নত প্রযুক্তির প্রতিটি এইচটিসি ফোনই দেখতে আকর্ষনীয় এবং খুব সহজে ব্যবহারযোগ্য। আমাদের নতুন এইচটিসি ডিজায়ার মডেলগুলো তৈরীর সময় তরুন প্রজন্মের চাহিদা অনুযায়ী আধুনিক ডিজাইন আর শক্তিশালী প্রসেসিং ক্ষমতা দুটির উপরই জোর দেওয়া হয়। এইচটিসি এর লক্ষ্য বৈশিষ্ট্যসমূহের প্রতি আপোষহীন থেকে সবার সাদ্ধের মধ্যে মানসম্পন্ন ফোন বাজারজাত করা”।
এইচটিসি স্মার্টফোনের বাংলাদেশে পরিবেশক হিসেবে কাজ করবে নেক্সট৯। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রেম চাঁদ বলেন, “উঠতি বাজারে প্রযুক্তি ভোক্তারা সবসময় বিকল্প ব্র্যান্ডের সন্ধানে থাকেন। তাদের চাহিদা অকৃত্তিম পণ্যের নিশ্চয়তা। নেক্সট৯ এর সর্বাত্তক প্রচেষ্টা ক্রেতাদের এই বিকল্প সেবা প্রদান করা, আর তাই আমরা এইচটিসি এর সাথে এদেশে স্মার্টফোনের বাজার বিস্তৃত করতে পেরে আনন্দিত। মোবাইল ফোন সাবস্বক্রিপশনের জন্য বিশ্বের সেরা ১০ টি দেশের একটি বাংলাদেশ। ক্রমাগত ইন্টারনেট প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ার কারনে এদেশে স্মার্টফোনের বিকাশ উর্দ্ধমুখী। আমরা এইচটিসি এর সাথে এই অগ্রযাত্রায় সহায়কের ভূমিকায় অংশীদার হতে পেরে আনন্দিত।”
আগামী সপ্তাহ থেকেই এইচটিসির স্মার্টফোনগুলো বাজারে পাওয়া যাবে। -
Share:

সিম রেজিস্ট্রেশন করুন এভাবে.

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা নিচের নিয়মে নিবন্ধন করবেন-
সিম রেজিস্ট্রেশন করুন এভাবে...

সিটিসেল গ্রাহকরা করবেন এই নিয়মে-
সিম রেজিস্ট্রেশন করুন এভাবে...
এছাড়া স্ব-স্ব মোবাইল কম্পানির ওয়েব সাইট বা হেল্পলাইন থেকেও সহায়তা নিতে পারেন -
Share:

প্রাথমিকে প্রায় ২০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ দেবে পিএসসি

govtদীর্ঘদিন পর আবারও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে নিয়োগ হচ্ছে। আগে এ নিয়োগ দিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখন এ নিয়োগপ্রক্রিয়া পিএসসির মাধ্যমে সম্পন্ন করার কথা বলা হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রায় ২০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পেতে যাচ্ছে।
সারা দেশের প্রায় ৬৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালেয় রয়েছে। এই বিদ্যালয়গুলোর মধ্যে প্রায় ২০ হাজার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এর মধ্যে বছর সরকারীকরণের আওতায় আসা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ১৫ হাজার বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে।
প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের ক্ষেত্রে ৬৫ শতাংশ সহকারী শিক্ষকের মধ্য থেকে পদোন্নতি এবং ৩৫ শতাংশ নতুন করে পরীক্ষা নিয়ে পূরণ করা হয়। সহকারী শিক্ষক হিসেবে সাত বছরের অভিজ্ঞতা, স্নাতক ডিগ্রি এবং সার্টিফিকেট ইন এডুকেশন অথবা ডিপ্লোমা ইন এডুকেশন সম্পন্ন করা থাকলে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করা যায়।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার (যদিও শেষ পর্যন্ত তাদের নন-গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়েছে) পদমর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন
Share:

কোন কোন মুহূর্তে নারী শরীর চায় পুরুষকে


কোন কোন মুহূর্তে নারী শরীর চায় পুরুষকে
কোন কোন মুহূর্তে নারী শরীর চায় পুরুষকে নারীমন যে বেজায় জটিল, সে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই “বেজায় জটিল” মনে যৌনতা কখন চাগাড় দেয়, জানতে ইচ্ছে হয় পুরুষের। চলুন জেনে নিই, কোন কোন মুহূর্তে নারীশরীর চায় আরও বেশি কিছু –
≠ কিচেন সেক্স :- রান্না করার মুহূর্তে যদি প্রেয়সীর কোমল ত্বকে প্রেমিকের আলতো ছোঁয়া লাগে, প্রেয়সী কিছুতেই ধরে রাখতে পারেন না উত্তেজনা। ব্যাপারটা ট্রাই করে দেখতে পারেন। অধিকাংশ নারীর এই একটি সুপ্ত ফ্যান্টাসি আছে – কিচেন সেক্স।
≠ বৃষ্টিভেজা সেক্স :-ঝড়জলের দিনে আচমকা প্রেয়সীর সঙ্গে দেখা করে আসুন। মেঘলা এই দিনে প্রেয়সীর মন এমনিতেই আপনার অপেক্ষায় থাকবে। তেমন মুহূর্তে কাছে টানতেই পারেন তাঁকে। বৃষ্টিভেজা পরিবেশ আপনাদের মিলনসুখকে আরও বেশি আনন্দে ভরিয়ে তুলবে।
≠ লং ডিসট্যান্স সেক্স :- আপনি থাকেন এক শহরে, আপনার প্রেয়সী থাকেন অন্য শহরে। কিন্তু বছরে ২০-২৫ দিন দেখা হয়েই যায়। স্বাভাবিকভাবেই সে সময় প্রেয়সীর মানসিক ও শারীরিক চাহিদা তুঙ্গে থাকার কথা। তাই সময়টাকে হেলায় নষ্ট করবেন না। উপভোগ করুন চুটিয়ে।
≠ নীল ছবির সেক্স :- এটা আগেই প্রকাশ হয়েছে যে, এ দেশের কিছু শতাংশ মহিলা নীল ছবি দেখেন। ফলে তাঁরা নীল ছবি ভালো মতোই উপভোগ করেন। জানবেন, নীল ছবির কোনও স্টিমি সিন দেখার পর প্রেয়সীর মনেও মারাত্মক যৌনমিলনের ইচ্ছা জাগে।
≠ মদ্যপানের পর সেক্স :- প্রচুর মদ্যপানের পর অধিকাংশ নারীই মিলনের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। প্রেয়সীর ক্ষেত্রেও তেমনটা ঘটলে তাঁকে বেশি প্রশ্রয় দেবেন না। নেশার ঘোরে ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা!
≠ পিরিয়েডের ২ সপ্তাহ পরের সেক্স :- পিরিয়েড শেষ হওয়ার ২ সপ্তাহ পর নারীশরীর যৌনতা ও গর্ভধারণের জন্য পুরোপুরি তৈরি থাকে। সেসময় মনের ইচ্ছেটাও প্রখর থাকে। ট্রাই নিতেই পারেন।
≠ ঈর্ষান্বিত সেক্স :- কোনো নারীকে নিয়ে অতিরিক্ত ঈর্ষা হলে, প্রেয়সী মারাত্মক রকম তেজি হয়ে উঠতে পারেন বিছানায়। অপর নারীর উপর রাগ ও ঈর্ষা থেকে যৌনমিলনের ইচ্ছা জাগতে পারে তাঁর মনে। কী ভাবছেন, জেলাস করবেন প্রেয়সীকে? তাঁকে দেখিয়ে দেখিয়ে অন্য কোনও নারীর সঙ্গে ফ্লার্ট করবেন?
≠ শান্ত মনের সেক্স :- মন শান্ত, পরিবেশ শান্ত। এমন পরিস্থিতিতেও নারীশরীর যৌনমিলনের জন্য দারুণভাবে তৈরি থাকতে পারে। কেননা, সেই সময় তাঁর মাথায় আর অন্য কোনও দুশ্চিন্তা থাকে না। ফলে কুল পরিবেশে সুপার হট সেক্স চলতেই পারে।
Share:

১৫টি আচরণ: যা বলে দেয় নারীরা শারীরিক মিলনে আগ্রহী


সাইকোলজিক্যাল সায়েন্স নামের জার্নালের সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ পেয়েছে, ডেট করার সময় নারীরা যতটুকু অনুভব করেন ততটা বোঝাতে চান না৷ কিন্তু সঙ্গী পুরুষটি ঠিকই টের পেয়ে যান।
দশকের পর দশক ধরে বিজ্ঞানের বেশকিছু গবেষণার ওপর ভিত্তি করে একটা ধারণা চলে আসছে যে, পুরুষরা নারীদের ইচ্ছা ও যৌন আগ্রহ ঠিকঠাক বুঝতে পারে না। নারীদের প্লেটোনিক আগ্রহকে পুরুষরা অনেক সময়ই যৌনাকাঙ্ক্ষা ভেবে ভুল করেন, যে কারণে ডেট করতে গিয়ে হিতে-বিপরীত হয়।
২০০৮ সালে ক্লিনিক্যাল সাইকোলজি রিভিউতে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, পুরুষরা বিপরীত লিঙ্গের আগ্রহকে মাত্রাতিরিক্ত ভেবে বসেন। এর ফলে কখনও কখনও শারীরিক সম্পর্কে যাওয়ার তাড়া দেওয়া সহ জোর জবরদস্তি করে বসেন তারা। ভুল বোঝাবুঝি ও তিক্ততায় পর্যবসিত হয় পুরো ব্যাপারটা।
সাম্প্রতিক এই গবেষণাটিতে মনোবিদ টেক্সাস ইউনিভার্সিটির ক্যারিন পেরিলাক্স এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার রবার্ট কুরজবান মতামত দেন যে, এতদিন পুরুষদের বোঝার অক্ষমতা নিয়ে অতিরঞ্জন করা হয়েছে। তাদের মতে, নারীরা তাদের যৌনাকাঙ্ক্ষা কম বোঝান।
এর কারণ হতে পারে, হয় তারা নিজেদের প্রকৃত ইচ্ছা ঠিকমত বুঝতেই পারেন না, নয়তো অন্যরা তাদের সম্পর্কে কীভাবে ভাববেন তা নিয়ন্ত্রণ করতে চান।
গবেষকরা বিশ্বাস করেন যে, মানুষ সাধারণত সামাজিক লেনদেন করতে গিয়ে যতটুকু আন্দাজ করার দরকার তা যথেষ্ট ভালোভাবেই করতে পারে। তারা দু’জন ৩টি সিরিজে এই গবেষণা করে দেখেন যে পুরুষরা প্রায়ই আন্দাজ করে ফেলেন নারীদের যৌন আগ্রহ কতটুকু।
প্রাথমিক পর্যায়ে, স্বাভাবিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে এমন ২৭১ জন পুরুষ এবং ২১৩ জন মহিলার ওপর অনলাইনে এই সমীক্ষা করা হয়। সেখানে তাদের কাছ থেকে ডেটিং-এর কিছু সাধারণ আচার-আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়- ‘হাত ধরা’, ‘সাজগোজ’, ‘গোলাপ ফুল পাঠানো’, ‘ডিনার বানানো’, ‘অ্যাপার্টমেন্টে একসঙ্গে খাওয়া দাওয়া করা’ এরকম ১৫টি আচরণ।

পুরুষদের বলে দেওয়া হয় নারীদের যৌন আগ্রহ মাপার চেষ্টা করতে, এর সুবিধার্থে তাঁদেরকে ‘চরম অনিচ্ছুক’ থেকে শুরু করে ‘চরম আগ্রহী’ পর্যন্ত একটা স্কেল দেওয়া হয়। আর নারীদেরকেও একই স্কেল দিয়ে মাপতে বলা হয় যে তাঁরা এই আচার-আচরণগুলো বিবেচনা করে পুরুষদের সঙ্গে শারীরিক মিলনে যেতে কতটুকু আগ্রহী।
এই স্টাডিটি করে গবেষকরা দেখেন যে নারীরা তাদের আগ্রহের বিষয়ে যতটা রিপোর্ট করেন, তার তুলনায় পুরুষদের রিপোর্টের সংখ্যা বেশী যেখানে পুরুষরা বলেন যে এই ১৫টি আচরণ দিয়ে তারা ধারণা করছেন যে নারীরা শারীরিক মিলনে যেতে আগ্রহী। অতএব প্রথম স্টাডিটি প্রমাণ করে যে পুরুষরা একটু বেশিই আগ্রহ ভেবে নেন।
এই গরমিলের গভীরে যাওয়ার জন্য গবেষকরা আরেক দফা স্টাডি করেন। এবার ভিন্ন একদল নারী-পুরুষদের নিয়ে আর তাদেরকে হুবহু তালিকাটি ফলাফলসহ দেওয়া হয়। নারী-পুরুষ উভয় পক্ষকেই জিজ্ঞেস করা হয় যে প্রথম স্টাডিতে নারীরা যে উত্তরগুলো দিয়েছিলেন সেগুলো সম্পর্কে বিচার করতে।
পুরুষদের ধারণা এবারও কাছাকাছি ফল নিয়ে আসে। কিন্তু যখন এই নারীদের আগে অংশ নেওয়া নারীদের উত্তর বিচার করতে দেওয়া হয় তখন তাদের দেওয়া মতামতে দেখা যায়- তারা মনে করেন আগের নারীদের আগ্রহ বেশি ছিল কিন্তু প্রকাশ করেছেন কম। গবেষকদের মতে এই বেড়ে যাওয়া ফলাফলের অর্থ- এই নারীরা বলছেন যে অন্য নারীদের আগ্রহ প্রকাশ তুলনায় বেশী ছিল।
একেবারে শেষ স্টাডিতে গবেষকরা একইভাবে আরেক দল নারী-পুরুষের ওপর সমীক্ষা চালান। এবার তারা বলা ও মন থেকে চাওয়ার ব্যাপারে সজাগ থাকেন। কিন্তু এবার সাধারণ সমীক্ষা শেষে দেখা যায় পুরুষের জবাব একইরকম আছে।
এরপর উভয় পক্ষের কাছে জানতে চাওয়া হয় যে তারা প্রথম গবেষণায় অংশগ্রহণকারী নারীদের জবাব সম্পর্কে কী ভাবেন। এক্ষেত্রে নারী-পুরুষ উভয় পক্ষই বলেন যে প্রথম স্টাডির নারীরা আসলে অনেকটাই চেয়েছেন কিন্তু বোঝাননি। যতটুকু যৌনাকাঙ্ক্ষা অনুভব করেছেন ততটা বোঝাতে চাননি।
গবেষকরা তখন মত দেন যে এর সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হলো পুরুষরা নারীদের যৌনাকাঙ্ক্ষা বিষয়ে প্রায় সঠিক আন্দাজ করতে পারেন। নারীরা নিজেদের যৌন আচরণ বা আগ্রহ নিয়ে এমনিতেও পুরুষদের তুলনায় কম আলাপ করেন। কিন্তু যখন নারীরা অন্য নারীর আচরণ দিয়ে মেপে দেখেন তখন তাদের আগ্রহের জায়গাটি ঠিকই ধরতে পারেন।
তবে গবেষণায় যা-ই পাওয়া যাক, গবেষকরা একটা বিষয়ে জোর দেন যে- না মানে না। কেউ না করলে অহেতুক তাকে আগ্রহী ভেবে নেওয়া একেবারেই অনুচিত।
এই স্টাডি করা হয়েছে অনুমান এবং অভিপ্রায়ের ওপর ভিত্তি করে। কাজেই আরও গবেষণার প্রয়োজন রয়েছে। পেরিলাক্স বলেন, ‘একজন নারী যদি ডেট করার সময় গল্প করতে করতে আপনার উরুতে হাত রাখে, এর মানে যে সে আপনার সঙ্গে শারীরিক মিলনে যেতে আগ্রহী তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না’।
Share:

নারীর ক্ষমতায়নের জন্য নগ্ন হলেন অ্যাম্বার

হিপ-হপ মডেলিং হোক বা ফ্যাশন ডিজাইনিং— সবক্ষেত্রেই দক্ষ মার্কিন অভিনেত্রী অ্যাম্বার রোজ। নারীর ক্ষমতায়নের জন্য এ বার নগ্ন হলেন তিনি। রবিবার লস এঞ্জেলসে আয়োজিত একটি স্লাটওয়াকে হাজির ছিলেন নায়িকা। তবে স্টেজে উঠেই অঝোরে কেঁদে ফেললেন অ্যাম্বার। তার কথায়, ‘স্টেজে উঠে কাঁদছি, কারণ যে কঠিন মেয়েটিকে আপনারা আমার মধ্যে খুঁজছেন, আমিও তাকেই খুঁজছি।’
ব্যক্তিগত জীবনে অ্যাম্বারকেও এক সময় স্লাট শেমিং করা হয়েছিল। এ দিন সেই ঘটনার জন্য তিনি সরাসরি আঙুল তুলেছেন তার প্রাক্তন বয়ফ্রেন্ড কেনি ওয়েস্টের দিকে। একই ভাবে স্লাট শেমিংয়ের জন্য আরও এক প্রাক্তন বয়ফ্রেন্ড উইজ খলিফাকেও কটাক্ষ করেছেন তিনি।
এ দিন তার জামায় লেখা ছিল, ‘জাস্ট বিকস আই অ্যাম আ সেক্সুয়াল বিয়িং ডাজ নট মিন আই ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ ইউ’। তিনি আরও জানান, যে সব মেয়েদের এ নিয়ে কথা শুনতে হয়েছে প্রয়োজনে তাদের সকলের জন্যই স্লাটওয়াক করবেন তিনি।
Share:

ইসলাম ধর্ম গ্রহণ করছেন সানি লিওন?



 লিওন সার্নিয়া যাকে সবাই চিনেন সানি লিওন হিসেবেই। পর্নো তারকা হিসেবে বিশ্ব বিখ্যাত হয়েছেন। এরপর অন্ধকার জগত ছেড়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের আঙিনা। এ পর্যন্ত বলিপাড়ায় যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলোই ব্যবসা সফল।
অন্টারিও শহরে শিখ পাঞ্জাবি বাবা-মার ঘরে জন্ম নেন সানির। বাবা তিব্বতে জন্মগ্রহণ করেন এবং দিল্লিতে বেড়ে ওঠেন, আর মা (২০০৮ সালে ​​মারা যান)। ছিলেন সিরমাউর, হিমাচল, প্রদেশের মেয়ে। তরুণী থাকাকালীন তিনি খুব খেলাধুলা-প্রেমী ছিলেন এবং ছেলেদের সাথে রাস্তায় হকিও খেলতেন এবং পরবর্তীতে কাছাকাছি হিমায়িত হ্রদের উপর আইস স্কেটিং।
যেহেতু তার পরিবার শিখ ছিলো, একারণে পাবলিক বিদ্যালয়ে যাওয়ার বিষয়ে অনিরাপদ বোধ করতো তার পরিবার। ১৬ বছর বয়সে অন্য বিদ্যালয়ের একটি বাস্কেটবল খেলোয়াড়ের সাথে তাঁর কুমারীত্ব হারান, এবং ১৮ বছর বয়সে তাঁর উভকামিতা আবিষ্কার করেন। ১৩ বছর বয়সে, তাঁর পরিবার ফোর্ট গ্রাটিয়ট, মিশিগান চলে আসেন, পরবর্তীতে এক বছর পর লেক ফরেস্ট, ক্যালিফর্নিয়ায় স্থানান্তর হন তাঁর নানীরা স্বপ্ন পূরণে গোটা পরিবার এক জায়গায় একসাথে থাকার জন্যে।
এই সানি লিওন কয়েকদিন আগে বাংলাদেশে আসছেন বলেও গুঞ্জন উঠেছিল। এবার আরো চমৎপদ তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণম্যাধ্যম আরপ্লাস। ঈদের দিন সানি লিওনের ইন্টারভিও নেয়ার সময় তিনি জানিয়েছেন, ইসলামের প্রতি সানির সম্মানের কথা। ভবিষ্যতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়ার ইচ্ছে রয়েছে। অস্থির জীবনে শান্তি খুঁজে পেতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
Share:

দ্রুত টেস্টে ফেরার স্বপ্ন মাশরাফির

2015_10_06_10_32_02_w17EU6gBe1SrDaRw7XGyFGZ2E4ZLEm_original
দেখতে-দেখতে প্রায় ছয় বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মর্তুজা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন নড়াইল এক্সপ্রেস।
শেষ বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করান ২০১১ সালে, বিশ্বকাপের পর। তারপর থেকে নিয়মিতই ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলে যাচ্ছেন দেশসেরা এ ডানহাতি পেসার। তবে আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি তার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের সংগ্রাম দেখে ক্রিকেটপ্রেমীদের মনে আফসোস জাগে, আহা, যদি মাশরাফি থাকতো! বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের পেসার ধরা হয় তাকেই।

নিজের সবচেয়ে পছন্দের ফরম্যাট টেস্ট ক্রিকেটে ফেরার ভাবনা প্রবল হয়ে উঠেছে জাতীয় দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের মনে। যার প্রস্ততি হিসেবে এবার জাতীয় লিগে দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। আর আগামী বছর টেস্ট ম্যাচে বল হাতে ফেরার পরিকল্পনা করছেন মাশরাফি।
অস্ট্রেলিয়া দল বাংরাদেশ সফর স্থগিত করেছে। তাই এ বছর আর বাংলাদেশের সামনে টেস্ট ম্যাচ নেই বললেই চলে। যদিও ডিসেম্বরে জিম্বাবুয়েকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল ২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে যাবে। ওই সফরে কিউইদের বিপক্ষে টেস্টে ফেরার আশা করছেন মাশরাফি।

সোমবার ৩৩-এ পা দেয়া এই ডানহাতি পেসার বলেন, ‘এটা অনেক আগে বলা হয়ে যায়, আমি আশা করছি আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফিরবো।’
অরেকবারই টেস্ট খেলতে না পারার আফসোসের কথা শোনা গিয়েছিল মাশরাফির কণ্ঠে। কয়েক মাস ধরে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন তিনি। যা তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টেস্ট খেলতে। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে। তাই সবকিছু ঠিক থাকলে মাশরাফিকে টেস্ট ক্রিকেটে বছর খানেক পরই দেখা যেতে পারে।
Share:

কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ‘ধর্ষণ’ তিন পুলিশ কর্মীর

এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ তাঁরই তিন সহকর্মীর বিরুদ্ধে। ওই মহিলা এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এটাওয়ার পুলিশ লাইনে কর্মরত ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, তাঁকে মউরানিপুরে মেলায় কর্তব্যরত থাকার সময়ই ধর্ষণ করে তিন পুলিশ কর্মী। তিন অভিযুক্ত অজয় যাদব (ঝাঁসিতে কর্মরত), রাজা ভাই (আউরিয়াতে কর্মরত) এবং পুলিশের গাড়ির এক চালক। অজয় ও রাজাও কনস্টেবল।এটাওয়ার সিনিয়র পুলিশ সুপার মঞ্জিল সাইনি এ কথা জানিয়েছেন।
সাইনি জানিয়েছেন, নির্যাতিতা মহিলা কনস্টেবলকে গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর ঝাঁসিতে মেলার ডিউটি দেওয়া হয়। সেখানেই তিনি ধর্ষিত হন বলে অভিযোগ। সাইনি বলেছেন, কানপুর জোনের ইন্সপেক্টর জেনারেলকে ওই মহিলা কনস্টেবল এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সাইনি।
Share:

রাজধানীতে নারী বেচাকেনার ভয়ঙ্কর হাট ! (ভিডিও সহ)



resize52280
জামা কাপড়, পশু-পাখি, মাছ, তরকারিসহ অনেক কিছুর হাট বসে সে সম্পর্কে আমাদের কেইউ অজানা নয়। তবে নারী বেচাকেনার হাটের কথা কথনো কি শুনেছেন? হয়তো না, কিন্তু সত্যি বিক্রি হচ্ছে নারী।
এসকল বিষয় নিয়ে দেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেল অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে।  এদিকে অবাক করা এই নারী বিক্রির ঘটনা আর কোথাও নয়- খোদ রাজধানী ঢাকা শহরেই বিক্রি হচ্ছে এই তরুনীরা। অল্প বয়সী এই সকল তরুণীদের বিক্রি করে পরবর্তীতে বাধ্য করা হচ্ছে অনৈতিক কর্মকান্ডে। এই তরুণীদের আবদ্ধ ঘরে বন্দি রেখে অথবা শিকলে বেঁধে রেখে পরপুরুষের লালসার শিকার বানানো হচ্ছে দিনের পর দিন।
অনুসন্ধান প্রতিবেদনে প্রকাশ পেয়েছে নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব কাহিনীর কথা। যেখানে ময়মনসিংহের তামান্না নামক এক মেয়েকে খুঁজতে বেরিয়ে এসেছে নারী বিক্রির অনেক অজানা তথ্য সম্পর্কে। নানা কৌশলে বিভিন্ন প্রলোভনে গ্রামের দরিদ্র পরিবারের মেয়েদের ঢাকায় নিয়ে এসে বেঁচে দেয়া হচ্ছে, আর এরপর এদের দিয়ে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হচ্ছে।
এছাড়াও প্রতিবেদনটিতে একটি বড় দালাল চক্র এই ঘৃণিত কাজ কিভাবে, কোন পদ্ধতিতে করছে সেটা তুলে ধরা হয়েছে। এবং এই সকল দালাল চক্রের সদস্যরা আটক হলেও রহস্যজনক কারণে পুলিশ সাধারণ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করছে আর এতে করে তারা খুব সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আর এই সকল ঘৃণিত অপরাধ মূলক কর্মকান্ডে কিছু অসাধু পুলিশেরও যোগসাজেস আছে বলেও প্রতিবেদনটিতে দেখানো হয়েছে।
নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন… 
Share:

১৬ হাজার টাকায় ইন্টেলের মুঠো কম্পিউটার

 এবার দেশের বাজারে এলো ইন্টেলের কম্পিউটার স্টিক। পেনড্রাইভ আকৃতির এই ডিভাইসটি যেকোনো এইচডিএমআই সমর্থিত ডিসপ্লের সাথে যুক্ত করলেই কম্পিউটারে রূপ নেবে ডিসপ্লেটি। মাত্র ১৬ হাজার টাকায় কেনা যাবে ডিভাইসটি। 
ইন্টেলের তৈরি মাত্র ৪ ইঞ্চি আকারের কম্পিউটার স্টিকটিতে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির কোয়াড কোড় অ্যাটম প্রসেসর, এইচডি গ্রাফিক্স, ২ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ। প্রয়জনে এতে ব্যবহার করা যাবে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১। 
পকেট কিংবা হাতের মুঠোয় বহনযোগ্য এই কম্পিউটার স্টিকটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর বা টিভির সাথে সংযুক্ত করতেই ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রাণবন্ত হয়ে উঠে। ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়া যায় ইন্টারনেট দুনিয়ায়। ইউএসবি পোর্টের মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ বা ডেটা আদান প্রদান করা যায় অনায়াসেই। 
কম্পিউটার স্টিকটির সাথে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স।

Share:

বাসররাতে কাটলো বরের লিঙ্গ। অত:পর………….

2015_10_05_18_07_03_xr4HycRtOcQgNcbJ3u8h7F4ZiU4NDX_original
বাসররাতে নববধূকে ঘরে রেখে গভীর রাতে বাইরে বের হন বর। এরপর দীর্ঘক্ষণ আর ঘরে ফেরার লক্ষণ নেই। টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। অবশেষে বাড়ির একটু দূরেই বরকে খুঁজে পাওয়া যায়। তবে রক্তাক্ত অবস্থায়। বরের গোপনাঙ্গ ক্ষতবিক্ষত কাটাছেঁড়া।
পরিবারের সদস্যরা দ্রুত বরকে নিয়ে যান গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিনগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে।
বরের নাম বকুল (২৫)। তিনি গোপীনাথপুর গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে। আগের দিন শনিবার তার সঙ্গে পাশের গ্রাম পশ্চিমপাড়ার বাবুল মিয়ার মেয়ের বিয়ে হয়।
স্থানীয় সূত্রমতে, রোববার ছিল নবদম্পতির বাসররাত। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরেই অবস্থান করছিলেন বকুল ও তার নববিবাহিতা স্ত্রী। রাত দুটার দিকে হঠাৎ করেই নববধূকে ঘরে রেখে বকুল বাইরে বের হন। দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘরে না ফেরায় বিষয়টি নজরে পড়ে বাড়ির লোকজনের। পরিবারের সদস্যরা বকুলের খোঁজ করতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারা। এরপর তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসপাতালে রেফার করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাখাওয়াত ইসলাম রাসেল বলেন, সোমবার ভোর ৩টার দিকে কিছু লোক বকুল মিয়া নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। তার লিঙ্গের বেশির ভাগ অংশ কাটা ছিলো। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, বাসররাতে লিঙ্গ কর্তনের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
বকুলের এক চাচা বলেন, ‘কী কারণে কে বা কারা বকুলের লিঙ্গ কেটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। সে সুস্থ হয়ে উঠলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে নববধূর সঙ্গে কথা বলেছে পরিবারের লোকজন। তবে নববধূও এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List