শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

ওর জন্য ধর্ম ত্যাগ করেছি আর ওর বন্ধুরা মিলে আমাকে…

<a href='http://thenationbd.com/beta/www/delivery/ck.php?n=a1bc209d' target='_blank'><img src='http://thenationbd.com/beta/www/delivery/avw.php?zoneid=2&n=a1bc209d' border='0' alt='' /></a>
wefef
বিচিত্র মানুষের জীবন আর এই বিচিত্র জীবনের বহু বাক, জীবন আছে বলেই সমস্যা আছে। এই সব সমস্যার সমাধান ও আছে। কিছু কিছু সময় এই সব সমস্যা প্রকট আকার ধারণ করে, মানুষের দ্বারা কিছু সমস্যা মাঝে মাঝে জীবনকে দুর্বিষহ করে তোলে। এই সব ঝামেলা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবে। আমি সোমা কামাল সবাইকে সবসময় এটাই বলে থাকি, জীবন আপনার এটাকে গুছিয়ে নেবার দ্বায়িত্ব আপনারই।  দীর্ঘ সময় থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা পরামর্শ দেবার চেস্টা করছি, আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, আপনিও চাইলে আপনার যেকোন সমস্যার কথা আমাদেরকে মেইল করতে পারেন কিংবা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন,  নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তার জীবনের করুন কথা, আমরা সংক্ষেপে সেটা প্রকাশ করলাম।


লীরা (ছদ্মনাম): আপু আমার আর বাচার কোন ইচ্ছে নেই, আমার জীবনের সবই তো শেষ। আমি হিন্দু মেয়ে বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, আমি ক্লাস টেনে থাকাকালীন এক মুসলমান ছেলের সাথে রং নাম্বারের সুত্র ধরে পরিচয় তারপর প্রেম হয়।  ছেলেটির নাম শাওন ঢাকায় থাকে। আমাদের সম্পর্ক খুব ভালই চলছিল। দিনের বেশিরভাগ সময়ই আমরা ফোনে কথা বলতাম। অনার্সে ভর্তি হবার পরপরই আমার বিয়ে ঠিক হয়। আমি শাওনের সাথে কথা বলে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে আসি। ইসলাম ধর্ম গ্রহন করি। তারপর আমাদের বিয়ে হয়। ও আমাকে যাত্রাবাড়ী এক বাসায় রাখে। বলেছিল কিছুদিন পর আমাকে বাড়িতে নিবে। সেভাবেই চলছিলো। হঠাৎ জানতে পারলাম সে বিবাহিত। তবুও আমি মেনে নিয়েছিলাম। কারন আমার পিছু ফেরার কোন উপায় নাই।
মাসখানেক পর একটা বাচ্চা সহ ওর বউ এসে হাজির হয় আমার বাসায়। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শাসিয়ে যায় শাওন কে তালাক দেবার জন্য। এই নিয়ে শাওনের সাথে আমার অনেক ঝগড়া হয়। শাওনকে বলতেই সে আমাকে মারধোর করে। শাওনের প্রথম পক্ষের স্ত্রীর বড় ভাই পুলিশ অফিসার। সে ও আমায় ফোনে হুমকি দিতে থাকে। একদিন ওই মহিলা তার বন্ধুদের নিয়ে আবার আমার বাসায় এসে আমাকে মারধর করে। অবশেষে শাওন আমাকে এক লাখ টাকা দিয়ে তালাক দিয়ে দেয়।  আপু, যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালবাসলাম, যার জন্য ধর্ম ত্যাগ করলাম সেই আমার সাথে এমন করলো। এই শহরে আমি নতুন। আমি এখন কোথায় যাব। আমার কি এখন আত্মহত্যা ছাড়া কোন পথ নেই। আপু আমার কি ভুল ছিল আপনি বলতে পারেন?
*পরামর্শ*
তোমার সাথে যা ঘটেছে সেটা নিতান্তই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যেহেতু তুমি ধর্ম ত্যাগ করেছো সেহেতু তোমার বাড়িতে তোমাকে ফিরিয়ে নিতে চাইবেনা। এই মুহুর্তে আমি তোমাকে কি বলে সান্তনা দিব বুঝতে পারছিনা। আমি পাঠকদের কাছে তোমার প্রশ্নটি ছুড়ে দিলাম। দেখি তারা কি উপদেশ দেয়
Share:

সাকিবকে মহাতারকাদের সমপর্যায়ের আখ্যা দিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন !

:বন্ধু শেন ওয়ার্নকে সাথে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত তারকাদের নিয়ে ‘ক্রিকেট অল স্টার্স’ নামের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার। শনিবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পূর্বে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শচিন।
সেখানেই শচিনের কাছে জানতে চাওয়া হয়, ৮টি দেশের কিংবদন্তি ক্রিকেটাররা থাকলেও, অন্য দেশগুলো থেকে কোন ক্রিকেটার এখানে নেই কেন? বিশেষ করে সাম্প্রতিক সময়ে দারূণ ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে জানতে চাওয়া হয় তার কাছে।
জবাবে শচিন বলেন, ‘আপনি যদি এই ক্রিকেটারদের অসাধারণ রেকর্ডের দিকে নজর দেন, তবে আমার মনে হয় বাংলাদেশে একজন ক্রিকেটার আছেন, যিনি এই মহাতারকাদের সমপর্যায়ের। সাকিব আল হাসানই বাংলাদেশের সেই ক্রিকেটার, যিনি আমাদের সাথে যোগ দিতে পারেন। তবে আমি বলছি না তার এখনই অবসর নিয়ে আমাদের এখানে চলে আসা উচিত! আপাতত তিনি আন্তর্জাতিক ক্রিকেটই চালিয়ে যাবেন। যখন সঠিক সময় আসবে, তিনি অবশ্যই আমাদের দলে চলে আসবেন।’
শেখ মিনহাজ হোসেইন নামে একজন ফেসবুক ব্যাবহারকারী লিখেছেন,
বাংলা অনলাইন পত্রিকাগুলো কেউই এখনো এমন একটা রিপোর্ট করলো না দেখে অবাক হলাম! কেউই খেয়াল করেনি বোধহয়। আজ Cricket All Stars এর সংবাদ সম্মেলন দেখছিলাম। সবাই জানি সেখানে সব রিটায়ার্ড লিজেন্ডরা খেলছে। একজন সাংবাদিক সাচিন এবং ওয়ার্নকে জিজ্ঞেস করে এখানে বাংলাদেশি কেউ নেই কেন? তার জবাবে সাচিন টেন্ডুলকার বলেন, বাংলাদেশের Shakib Al Hasan এই লিজেন্ডদের সমকক্ষ!! (What a true compliment! kiki emoticon ) কিন্তু সাকিব রিটায়ার করুক তারপর এই দলে যোগ দিবে! সাংবাদিক সম্ভবত বাংলাদেশি ছিলেন। এক্সাক্ট কনভার্সেশনটা ছিলঃ
সাংবাদিকঃ আমাদের এখানে আট দেশের সব লিজেন্ডারি খেলোয়ারেরা আছে। কিন্তু অন্য কিছু দেশের কোন খেলোয়ার এখানে নেই। যেমন, বাংলাদেশ ইদানিং খুবই ভালো করছে! এই লিস্টে বাংলাদেশের কোন খেলোয়ার নেই কেন?
সাচিন টেন্ডুলকারঃ দেখেন, এখানে সবাই সুপারস্টার। তাদের সবার রেকর্ড আর খেলা যদি দেখেন তাহলে সবাই incredible ছিল। এবং সবাই অবসর নেয়া খেলোয়ার। এখন আমি মনে করি বাংলাদেশের মাত্র একজন খেলোয়ারই আছেন যে এই লিস্টে জায়গা নিতে পারে, সে হচ্ছে সাকিব আল হাসান! কিন্তু সে এখনো অবসর নেয়নি, আমি চাইও না যে সে এখনই অবসর নিক। তাকে এখন আন্তর্জাতিক খেলা খেলতে দিন। যখন সময় হবে তখন সে আমাদের সাথেই খেলবে!
-
Share:

লিঙ্গ পরিবর্তনের আগে ও পরে,



se changeনারী থেকে পুরুষে রূপান্তর, কিংবা পুরুষ থেকে নারীতে। আধুনিক যুগে এই বিষয়টা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং অহরহ শুনতে পাওয়া যাচ্ছে এমন ঘটনার কথা। লিঙ্গ বদলে ফেলা এমন মানুষদের পোশাকি নাম “ট্রান্স জেন্ডার”। তবে বলাই বাহুল্য যে পশ্চিমা দেশগুলোতেও লিঙ্গ বদলে ফেলা মানুষদের নিয়ে কাজ করে বিচিত্র ও মিশ্র অনুভূতি। কেউ কেউ তাঁদের সহজ ভাবে মেনে নিতে চেষ্টা করলেও সমাজের বেশিরভাগ মানুষ দেখেন ঘৃণা কিংবা ভয়ের চোখে। এখন ট্রান্স জেন্ডারের প্রেম, বিয়ে কিংবা অন্য কোন সামাজিক ও ব্যক্তিগত অধিকারের বিষয়টি নিয়েও অনেকের আপত্তি প্রবল।
কিন্তু আসলেই কি একজন লিঙ্গ বদলে ফেলা মানুষ অচ্ছুৎ? লিঙ্গ বদলে ফেললে ঠিক কতটা বদলে যান তিনি? শরীর না হয় বদলে যায়, মনটাও কি বদলে যায়? নাকি দিন শেষে পরিচয় সেই একটাই দাঁড়ায়… আমরা সকলে মানুষ! পৃথিবীতে অনেকেই তাঁদেরকে স্বাভাবিক মানুষ হিসাবে মেনে নিতে নারাজ, আর এটা যার যার অভিরুচি। দেখুন ১০ জন মানুষের লিঙ্গ বদলে ফেলার আগে ও পরের ছবি, দেখুন পার্থক্য। এই ছবিগুলো আপনাকে জীবন সম্পর্কে একটাবার ভাবতে অবশ্যই বাধ্য করবে।

প্রচ্ছদে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম অ্যাশনেল। বামদিকের ছবিগুলো লিঙ্গ পরিবর্তনের আগে ও ডান পাশের ছবিগুলো লিঙ্গ পরিবর্তনের পরে।
২) Cythia
৩) La Patrona
৪) Lady Ross
৫) Lina
৬)Natali
৭)Sahira
৮) Denny
৯) Danay
১০) Vanesa
Share:

১২ টাকার ওষুধে ডায়াবেটিস নির্মূল

diabetes02
মাত্র ১২ টাকার ওষুদের ডায়াবেটিস নির্মূল সম্ভব। এ ওষুধ সেবনে একজন রোগী খুব দ্রুত সুস্থতায় ফিরতে পারবেন।

বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে এমন ওষুধ তৈরি করছে ডেনমার্কের কোম্পানি নভো নরডিস্ক। তবে রোগের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ধরনের ওষুধও তৈরি করছে কোম্পানিটি।
বুধবার ডেইলি স্টার ভবনে নভো নরডিস্ক আয়োজিত ‘করপোরেট সাসটেইনেবিলিটি থ্রো ট্রিপল বোটম লাইন’ শীর্ষক সংবাদ সম্মেলনে নভো নরডিস্ক কোম্পানির ভাইস পেসিডেন্ট শুসানি স্টোরমার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রোগের ওপর নির্ভর করে আমরা ১২ টাকা থেকে ২ হাজার ৪৯০ টাকা পর্রন্ত মূল্যের ডায়াবেটিস ওষুধ বাংলাদেশে বাজারজাত করছি। আমরা শুধু ব্যবসা করছি না, মানবসেবাও করছি। ব্যবসায় ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ,সামাজিক ও পরিবেশের ওপর গুরুত্ব দেই। ফলে আমাদের কোম্পানিটি ব্যবসায় দীর্ঘ মেয়াদি সফলতা পাচ্ছে। ব্যবসার জন্য এ তিনটি জিনিস খুবই জরুরি। আমরা বিশ্বাস করি ব্যবসার ক্ষেত্রে এই তিনটি বিষয়কে গুরুত্ব দিলে দীর্ঘ মেয়াদে সফলতা অর্জন করা সম্ভব। আর এ কারনে একাধিক টেকসই কোম্পানিগুলোর মধ্যে আমাদের কোম্পানিটি অন্যতম। আমরা সব ধরনের ডায়াবেটিকস রোগীদের জন্য ওষুধ তৈরি করি।’
তিনি জানান, আগামী এপ্রিলে রাইজুডেগ নামে আধুনিক ইনসুলিন বাংলাদেশে বাজারজাত শুরু করবে নভো নরডিস্ক। এটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হবে।
উল্লেখ্য, প্রতি ৭ সেকেন্ডে বিশ্বে এক জন ডায়াবেটিস রোগী মারা যায়। বাংলাদেশে ২০১৪ সালে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৫৯ লাখ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এমন রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। বিশ্বে বর্তমানে ৩৮৭ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা বেড়ে ২০৩৫ সালের ৫৯২ মিলিয়নে দাঁড়াবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।
অলস জীবনযাত্রা এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে শহরে বসবাসকারী মানুষের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। এ জন্য গ্রামের চেয়ে শহরের মানুষের ডায়াবেটিস বেশি হয়।
প্রসঙ্গত, নভো নরডিস্ক ৯০ বছর ধরে ডায়াবেটিস রোগীদের সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও কোম্পানিটিতে বিশ্বের ৭৫টি দেশে ৪১ হাজার ৪৫০ জন ‍লোক কাজ করছে। এছাড়া ১৮০টি দেশে কোম্পানির উৎপাদিত পণ্য বাজারজাত হচ্ছে।
Share:

হস্তমৈথুনের ভয়ংকর ক্ষতি ও ছাড়ার উপায়…

হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাড়ায়। শুধু তাই নয়, অভ্যাসটি এক সময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তুলে। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়- মানসিক সমস্যা ও শারীরিক সমস্যা।
অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে:

অকাল বীর্যপাত(Premature Ejaculation)। অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে। ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়। বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।।
বীর্য পাতলা হয়ে যায় (Temporary Oligospermia)- Oligospermia হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ২০ মিলিয়নের কম। যার ফলে গধষব Male infertility দেখা দেয়। অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দিতে পারে। একজন পুরুষ যখন স্ত্রীকে রমন করেন তখন তার পুরুষাঙ্গ থেকে যে বীর্য বের হয় সেই বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ৪২ কোটির মত।
বিজ্ঞান বলে, কোনও পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ কোনও সন্তানের জন্ম দিতে পারেন না। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়।
Nervous system, heart, digestive system, urinary system এবং আরও অন্যান্য system ক্ষতিগ্রস্ত হয় । পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায়।
চোখের ক্ষতি হয়।
স্মরণ শক্তি কমে যায়।
মাথা ব্যথা হয় ইত্যাদি আরও অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে।
আরেকটি সমস্যা হল Leakage of semen। অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হওয়া।
শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা।
যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিক মত কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হওয়া।
শরীরের অন্যান্য অঙ্গ যেমন: হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্যস্থলনের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথুন।
হস্তমৈথুনের ফলে অনেকেই কানে কম শুনতে পারেন
হস্তমৈথুন ছাড়ার টিপস :
কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাৎ কোনও সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সঙ্গে সঙ্গে কোনও শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন ডন বৈঠক বা অন্য কোনও ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়,
অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। স্নান করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা জল ব্যবহার করুন এবং দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসুন।
যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন।
ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান।
হস্তমৈথুনে চরমভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন।
সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন।
ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।
সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোনও শব্দ বা মন্তব্য শুনবেন না।
ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন।
যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন।
বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান।
ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন।
ফোনসেক্স এড়িয়ে চলুন।
বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না।
Share:

আংকেল আমাকে স্ত্রীর মতো ব্যবহার করে...এখন!

আংকেল আমাকে স্ত্রীর মতো ব্যবহার করে...এখন!
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন নিজের সমস্যার কথা। আমার প্রেমিক ছিলো, ৫ বছরের সম্পর্ক। এরপর সে ইউ এস এ চলে গিয়ে আর যোগাযোগ রাখেনি। তখন আমি প্রচণ্ড কষ্টে থাকি। সেই সময়ে আমার পাশে আমার চাকুরীক্ষেত্রে পরিচিত আংকেল আমাকে সান্ত্বনা দেয় এবং বাস্তবতা কী তা বুঝায়। এখন আমি সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি। এরপর চাকুরী ক্ষেত্রে পরিচিত আরেকজন ৬০ বছরের মানুষের সাথেও ২০১২ থেকে এই পর্যন্ত একটা সাধারণ কথা বলা ভালো সম্পর্ক হয়। বর্তমানে আমি উনারই দেয়া একটা সরকারী চাকুরী করি। উনি অনেক বড় একটা পোষ্টে আছেন।

সমস্যা হল একই জায়গায় জব করতে গিয়ে উনি আমাকে স্ত্রীর মতো সম্পর্ক করে এবং অনেক দূর চলে গেছে। উনিও নানা রকম সমস্যার সম্মুখীন হয়েও আমার সাথে যোগাযোগ রেখেছে। উনার স্ত্রী আমার কথা জানে এবং মেয়েরাও। কিন্তু উনি এসব এড়িয়ে আমার সাথে লুকিয়ে দেখা করে, কথা বলে। একই অফিসে হওয়াতে জব ক্ষেত্রেও উনার সম্মান নষ্ট হচ্ছে। তারপরও উনি এগুলো মানিয়ে চলছেন।
উনি চাচ্ছেন উনার অবসর গ্রহনের পর আমাকে বিয়ে করবে। কিন্তু আমার বাসায় এখন আমার বিয়ের প্রস্তাব আসছে। আমি একবার ভাবছি অপরিচিত কাউকে বিয়ে করার থেকে উনাকে বিয়ে করলে বাসায় ভালো থাকবো। যেহেতু উনি উনার পরিবার ত্যাগ করে আমাকে বিয়ে করবে। আর উনি ধনীও আছেন, তাই আমরা ভালোই থাকবো। ইয়াং ছেলেরা বউকে ব্যবহার করে, তারা ভালোবাসার মুল্য দেয় না। যেটা বয়স্ক লোক দিবে।

এখন আপু আপনি বলুন আমার কী করা উচিত? প্রস্তাবে রাজী হয়ে বিয়ে করা নাকি উনার জন্য দুই বছর অপেক্ষা করে উনাকেই বিয়ে করা?

প্রশ্নটি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী

পরামর্শ:
খুব স্পষ্টভাবে বলি আপু- আপনি যদি এই বিয়েটা করেন, সেটা হবে আপনার জীবনের সবচাইতে বড় ভুল। সবচাইতে বড়। এমন এক ভুল যেটার মাসুল আপনাকে সারা জীবন দিতে হবে। নিজের জীবনে তো কষ্ট পাবেনই, নিজের বিবেকের সামনেও কখনো মুখ দেখাতে পারবেন না।

আপনাকে কে এই ভুল ধারণা দিয়েছে যে তরুণ ছেলেরা স্ত্রীকে ব্যবহার করে? হাতের ৫ আঙ্গুল কি সমান? আপনি ২/১ জনকে দেখেই সব পুরুষ সম্পর্কে ধারণা বানিয়ে ফেললেন? আর আপনাকে কী বলেছে যে এই ভদ্রলোক আপনাকে দাম দেবে? আপু, কেবল আমাদের দেশেই যে, পৃথিবীর সমস্ত দেশেই দেখা যায় যে প্রায় বৃদ্ধ বয়সের পুরুষেরা একটা সময়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য পাগল হয়ে যান। এবং বিয়েটি করেন কম বয়স্ক কোন মেয়েকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই বিয়ের উদ্দেশ্য থাকে যৌন আগ্রহ। আরও বড় কথা, বিনে পয়সায় একজন নার্স পাওয়া যায়। যে বিচানায় পড়ে গেলে তাঁর সেবাযত্ন করবে। স্ত্রী বলে চলেও যেতে পারবে না।

আপনার কেন বিয়েটা কথা উচিত হবে না, আমি সেই কারণগুলো উল্লেখ করে দিচ্ছি। সিদ্ধান্ত আপনার।

প্রথমত, আপনি কি এই ভদ্রলোককে ভালোবাসেন? চিঠির কোথাও আপনি ভালোবাসেন এমন কোন কথা লেখেন নি। তাহলে যাকে ভালোবাসেন না, তাঁকে কেন বিয়ে করবেন? কেবলই টাকার জন্য?

দ্বিতীয়ত, ধরে নিলাম যে আপনি তাঁকে ভালোবাসেন ও বিয়ে করতে চান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সেটার জন্য আরেকজন মহিলার সংসার ভাঙতে হবে আপনাকে? আপনি তরুণী, চাইলেই অন্য পুরুষ পাবেন। কিন্তু জীবনের এই পড়ন্ত বেলায় এই ভদ্রমহিলার জীবন নষ্ট করবেন নিজের সংসার সাজানোর জন্য। এটা কি কোন মানুষের কাজ হতে পারে? আপনার বিবেক কী বলে? ধরে নিলাম ভদ্রলোকের স্ত্রী খুবই খারাপ। কিন্তু কন্যারা? কন্যারা যদি অবিবাহিত হয়ে থাকে, সেই মেয়েগুলোর আর কোথাও ভালো বিয়ে হবে না। আর যদি বিবাহিতা হয়ে থাকেন, তাওলে আরও বিপদ। দিনরাত শ্বশুর বাড়ির কাছ থেকে কথা শুনবেন, অপমানে ছোট হয়ে থাকবেন। নিজের সুখের জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট করবেন আপনি? বিবেকে একটুও বাঁধবে না আপু?

তৃতীয়ত, পরিবার কি কখনো রাজি হবে একজন বয়স্ক লোকের সাথে আপনাকে বিয়ে দিতে? সত্যি বলতে কি, লোকটা আমার বাবার বয়সী। এই বয়সী একজন মানুষকে বিয়ে করবেন, সমাজ কী বলবে? আপনার পরিবার কি সমাজে খাটো হয়ে যাবে না? এটাই চান আপনি?

চতুর্থত, এই ভদ্রলোকের কাছ থেকে কেবল অর্থ পেলেই হবে আপনার, আজ কিছু লাগবে না? তিনি কখনো আপনার মনের রোমান্সের চাহিদা পূরণ করতে পারবেন না, কারণ সেই বয়সটাই তাঁর নেই। এমনও হতে পারে যে শারীরিক ভাবেও আপনাকে সুখী করতে পারবেন না তিনি। কিংবা আপাতত পারলেও সেটা কিছু বছরের জন্য। তারপর আপনার যৌবন কীভাবে পার হবে আপু? আপনার কি সন্তানেরও আকাঙ্ক্ষা নেই?

শেষ কথা এই যে, সেই ভদ্রলোক আর কত বছর বাঁচবেন বলুন? এটা একদম নিশ্চিত যে আপনাকে তরুণী রেখেই মারা যাবেন তিনি, বিধবা হওয়া আপনার অবধারিত নিয়তি। কিংবা বিছানায় পড়ে থেকে নিজে কষ্ট পাবেন আর আপনাকেও কষ্ট দেবেন। কি গ্যারান্টি আছে যে তাঁর মৃত্যুর পর আপনি তাঁর সহায় সম্পদ পাবেন

টাকার লোভ বা ভ্রান্ত ধারণায় না ভুলে ঠাণ্ডা মাথায় বাস্তবতা চিন্তা করুন। আর আমার মনে হয় নিজের পছন্দ না থাকলে পরিবারের পছন্দে দেখেশুনে নিজের সাথে মানানসই কাউকে বিয়ে করাই ভালো হবে। এই বয়স্ক ভদ্রলোককে নয়।
Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List