শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

কপিলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন ঐশ্বরিয়া

কপিল মানেই জোকস আর মজা। কপিল মানেই বলিপাড়ায় হাসির জোয়ার। সেই তিনি যে এমন একটা কাণ্ড করে বসবেন সত্যিই বিশ্বাস করা যায় না। ঐশ্বরিয়ার অনুমতি ছাড়াই তার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন কপিল। আর তার কিছু সময়ের মধ্যে দেখা যায় বিশ্বসুন্দরীর দেহরক্ষীরা ঘাড় ধাক্কা দিতে বার করে দিচ্ছেন কপিলকে।
এই ঘটনায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে টিনসেলে। তবে কি ঘটেছে সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। এমনকি কপিলকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যায় প্রসঙ্গটি।
কেন কপিল এমন করল? কি এমন করেছে যাতে এমন ব্যবহার করল অ্যাশ? আর সাতপাঁচ ভেবে লাভ নেই। অনেকেই মনে করছেন এটা পাবলিসিটি স্ট্যান্ট। আসলে সামনেই মুক্তি পেতে চলেছে ঐশ্বরিয়ার কামব্যাক ছবি ‘জজবা’।
শোনা যাচ্ছে এই ছবির প্রচারে, 'কমেডি নাইটস উইথ কপিল' এর মঞ্চে আসছেন বিশ্বসুন্দরী। তাই কপিলের অ্যাশের ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়া, দেহরক্ষী দিয়ে কপিলকে বার করে দেওয়া পুরোটাই সাজানো ড্রামা। তাই এখনও অপেক্ষা সময়ের, দেখা যাক ঘটনাটি সত্য কিনা।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List