মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

প্রেমিকা অন্যের সাথে সম্পর্ক করেছে কারণ আমার চেহারা তাঁর...

একটি মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় দেড় বছর। সে আমাকে ভালবাসত কিন্তু দেখা করতে চাইত না। একটা ছবিও দেয়নি। আমাকে শুধু মেসেজ করত। মাঝে মাঝে কথা বলত। তখন সে ফেসবুক ব্যবহার করত না। ২০০৮ সাল থেকে তার সাথে আমার পরিচয়। ব্যাপারটা এমন ছিল যে শুরু থেকে দেড় বছর বন্ধুত্ব, এর পর ২ বছর কোন যোগাযোগ ছিল না, এর পর আবার দেড় বছর (তিন মাস বন্ধুত্ব + ১৫ মাস প্রেম)। সর্বশেষ সে নিজ থেকে আমার সাথে যোগাযোগ করে। আমার বন্ধু হিসেবে থাকতে চায়। আমি বলে দেই আমার কোন মেয়ে বন্ধু ছিলনা, নেই, আর নতুন করে মেয়ে বন্ধুর কোন দরকার নেই। আমি তোমাকে ভালবাসি। যদি আমাকে ভালবাস তাহলে যোগাযোগ করো। আর না ভালবাসলে এখন থেকেই শেষ করে দাও।
তারপরও সে আমার সাথে বার বার যোগাযোগ করে। প্রথমে কিছু বলত না। পরে একসময় নিজেই বলত আমাকে ভালবাসে। তার মেসেজগুলো এখনো আমার সংগ্রহে আছে। তার সাথে নীলক্ষেতে শেষ দেখা হয়। দেখা হওয়ার দিনই সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। খুব কষ্ট পেয়েছিলাম। এত কষ্ট জীবনে কখনো পাইনি। তখন বুঝতে পারিনি কেন সম্পর্ক ছিন্ন করেছে। তার প্রতি আমার অনেক রাগ ছিল। কিন্তু সব রাগ-কষ্ট ভেতরে চেপে রেখেছিলাম। স্বপ্ন দেখতাম তাকে ফিরে পাওয়ার। তার কারণে আমার জীবনে এমন কিছু ক্ষতি হয় যা অপূরনীয়। তার কারণে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, বিপুল অর্থ এবং সুযোগ নষ্ট হয়। এসব সে ভাল করেই জানে। আমার জাগায় অন্য কেউ থাকলে আর কিছু করুক বা না করুক উপযুক্ত প্রতিশোধ নিত। (খুব সংক্ষেপে বলেছি)
তিন-চার মাস আগে তার ফেসবুক আইডি খুঁজে পাই। কিছুদিন পর পর ছবি আপলোড দেয়। অথচ আমাকে একটা ছবি দিতে রাজি ছিল না। ফেসবুকে তাকে আমি ম্যাসেজ দিয়ে জানতে চাই কেন সে আমার সাথে এমন ব্যবহার করেছিল এবং সে আমার কি ক্ষতি করেছিল তাও তাকে জানাই। এর একমাস পর সে একটা ফেক আইডি থেকে আমার কাছে ক্ষমা চেয়ে ম্যাসেজ দেয়। তখন জানতে পারি যে আমাকে শেষবারের দেখায় নাকি তার পছন্দ হয়নি। তাই সম্পর্ক শেষ করে দিয়েছিল। এখন আমি স্বাস্থ্যের আগের চেয়ে অনেক পরিবর্তন এনেছি। কিন্তু, এখন নাকি সে আরেকজনের সাথে প্রেম করে। নতুন প্রেমিক ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারবে না। যা রীতিমত আমার মাথায় বাজ পড়ার মত! সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথে পড়ে। আর আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পথে। সে আমার চেয়ে দুই বছরের জুনিয়র। আমি এখন ফ্রিলান্সিং করি এবং পরিপূর্ণ স্বাবলম্বী। সে আমার জীবনে যে অপূরনীয় ক্ষতি করেছে তা তো আর ফিরে পাবো না। একটা আশা ছিল একদিন তাকে ফিরে পাবো। কিন্তু সে এখন অন্য পুরুষকে মন দিয়ে ফেলেছে। আমাকে এখন আর ভাল লাগে না। এ দিকে আমার অন্য কোন মেয়েকে ভাল লাগে না। তার সাথে সম্পর্ক ছিন্ন হবার পর কয়েকজন মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছি। কিন্তু তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই অসহ্য মনে হয়েছে। আমার কাছের বন্ধুরা চেয়েছিল তার ভন্ডামি ফাস করে দিতে এবং উপযুক্ত শাস্তি দিতে। কিন্তু আমি তাকে খুব ভালবাসি বলে কিছুই করিনি। তাদেরকেও করতে দেইনি। তাকে কতটা ভালবাসি তা বলে বুঝাতে পারব না। মৃত্যুর আগে তাকে ভুলতে পারবনা। কিন্তু তাকে ফিরে পাওয়ার কোন উপায় নেই। এসব বিষয় মনে আসলে খুব অস্থির হয়ে যাই। সারাজীবন কী দেবদাস হয়ে থাকব? নাকি নিজের ভালবাসা আদায় করে নিব। কিন্তু জোর করে তো ভালবাসা হয় না। কী করব বুঝতে পারিনা
1
0
-1
একটি মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় দেড় বছর। সে আমাকে ভালবাসত কিন্তু দেখা করতে চাইত না। একটা ছবিও দেয়নি। আমাকে শুধু মেসেজ করত। মাঝে মাঝে কথা বলত। তখন সে ফেসবুক ব্যবহার করত না। ২০০৮ সাল থেকে তার সাথে আমার পরিচয়। ব্যাপারটা এমন ছিল যে শুরু থেকে দেড় বছর বন্ধুত্ব, এর পর ২ বছর কোন যোগাযোগ ছিল না, এর পর আবার দেড় বছর (তিন মাস বন্ধুত্ব + ১৫ মাস প্রেম)। সর্বশেষ সে নিজ থেকে আমার সাথে যোগাযোগ করে। আমার বন্ধু হিসেবে থাকতে চায়। আমি বলে দেই আমার কোন মেয়ে বন্ধু ছিলনা, নেই, আর নতুন করে মেয়ে বন্ধুর কোন দরকার নেই। আমি তোমাকে ভালবাসি। যদি আমাকে ভালবাস তাহলে যোগাযোগ করো। আর না ভালবাসলে এখন থেকেই শেষ করে দাও।
তারপরও সে আমার সাথে বার বার যোগাযোগ করে। প্রথমে কিছু বলত না। পরে একসময় নিজেই বলত আমাকে ভালবাসে। তার মেসেজগুলো এখনো আমার সংগ্রহে আছে। তার সাথে নীলক্ষেতে শেষ দেখা হয়। দেখা হওয়ার দিনই সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। খুব কষ্ট পেয়েছিলাম। এত কষ্ট জীবনে কখনো পাইনি। তখন বুঝতে পারিনি কেন সম্পর্ক ছিন্ন করেছে। তার প্রতি আমার অনেক রাগ ছিল। কিন্তু সব রাগ-কষ্ট ভেতরে চেপে রেখেছিলাম। স্বপ্ন দেখতাম তাকে ফিরে পাওয়ার। তার কারণে আমার জীবনে এমন কিছু ক্ষতি হয় যা অপূরনীয়। তার কারণে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, বিপুল অর্থ এবং সুযোগ নষ্ট হয়। এসব সে ভাল করেই জানে। আমার জাগায় অন্য কেউ থাকলে আর কিছু করুক বা না করুক উপযুক্ত প্রতিশোধ নিত। (খুব সংক্ষেপে বলেছি)
তিন-চার মাস আগে তার ফেসবুক আইডি খুঁজে পাই। কিছুদিন পর পর ছবি আপলোড দেয়। অথচ আমাকে একটা ছবি দিতে রাজি ছিল না। ফেসবুকে তাকে আমি ম্যাসেজ দিয়ে জানতে চাই কেন সে আমার সাথে এমন ব্যবহার করেছিল এবং সে আমার কি ক্ষতি করেছিল তাও তাকে জানাই। এর একমাস পর সে একটা ফেক আইডি থেকে আমার কাছে ক্ষমা চেয়ে ম্যাসেজ দেয়। তখন জানতে পারি যে আমাকে শেষবারের দেখায় নাকি তার পছন্দ হয়নি। তাই সম্পর্ক শেষ করে দিয়েছিল। এখন আমি স্বাস্থ্যের আগের চেয়ে অনেক পরিবর্তন এনেছি। কিন্তু, এখন নাকি সে আরেকজনের সাথে প্রেম করে। নতুন প্রেমিক ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারবে না। যা রীতিমত আমার মাথায় বাজ পড়ার মত! সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথে পড়ে। আর আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পথে। সে আমার চেয়ে দুই বছরের জুনিয়র। আমি এখন ফ্রিলান্সিং করি এবং পরিপূর্ণ স্বাবলম্বী। সে আমার জীবনে যে অপূরনীয় ক্ষতি করেছে তা তো আর ফিরে পাবো না। একটা আশা ছিল একদিন তাকে ফিরে পাবো। কিন্তু সে এখন অন্য পুরুষকে মন দিয়ে ফেলেছে। আমাকে এখন আর ভাল লাগে না। এ দিকে আমার অন্য কোন মেয়েকে ভাল লাগে না। তার সাথে সম্পর্ক ছিন্ন হবার পর কয়েকজন মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছি। কিন্তু তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই অসহ্য মনে হয়েছে। আমার কাছের বন্ধুরা চেয়েছিল তার ভন্ডামি ফাস করে দিতে এবং উপযুক্ত শাস্তি দিতে। কিন্তু আমি তাকে খুব ভালবাসি বলে কিছুই করিনি। তাদেরকেও করতে দেইনি। তাকে কতটা ভালবাসি তা বলে বুঝাতে পারব না। মৃত্যুর আগে তাকে ভুলতে পারবনা। কিন্তু তাকে ফিরে পাওয়ার কোন উপায় নেই। এসব বিষয় মনে আসলে খুব অস্থির হয়ে যাই। সারাজীবন কী দেবদাস হয়ে থাকব? নাকি নিজের ভালবাসা আদায় করে নিব। কিন্তু জোর করে তো ভালবাসা হয় না। কী করব বুঝতে পারিনা
- See more at: http://answers.priyo.com/question/7652-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0#sthash.P6UPTMTP.dpuf
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List