"আর দেখা যাবেনা 'বন্ড' ডেনিয়েল ক্রেগকে" শেষবারের মতো বন্ডের 'স্পেকট্রা' ছবিতে দেখা যাবে ডেনিয়েল ক্রেগকে। সম্প্রতি ব্রিটিশ এই অভিনেতা বলেন, প্রয়োজনে খুন হয়ে যাবো, কিন্তু আর বন্ড মুভি নয়।
সংবাদমাধ্যমে ক্রেগ বলেন, ব্রিটিশ স্পাই চরিত্রে আবার ফিরে আসার বিষয়ে আর কারো সঙ্গে কোনো আলাপচারিতায় রাজি নন তিনি। এ ছবিতে আর নয়। এখান থেকে বেরিয়ে আসতে চাই আমি। এটা আর কোনো চিন্তাই করতেও রাজি নই আমি।
সমালোচকরা মনে করেন জেমস বন্ড সিরিজে তিনিই সেরা বন্ড। জিরো জিরো সেভেন হয়ে যখন পর্দায় আসলেন ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ক্রেগ, তখন যেন সবাই সত্যিকার জেমস বন্ডকে দেখছেন।
৪৭ বছর বয়সী এই অভিনেতাকে চতুর্থবারের মতো 'বন্ড' হিসেবে দেখা যাবে।
এ মাসের ২৬ তারিখে লন্ডনে অনুষ্ঠিত হবে স্পেকট্রার ওয়ার্ল্ড প্রিমিয়ার। নভেম্বরের ৬ তারিখে আমেরিকায় মুক্তি পাবে বন্ড চরিত্রে ডেনিয়েল ক্রেগের শেষ 'বন্ড'।
-
সংবাদমাধ্যমে ক্রেগ বলেন, ব্রিটিশ স্পাই চরিত্রে আবার ফিরে আসার বিষয়ে আর কারো সঙ্গে কোনো আলাপচারিতায় রাজি নন তিনি। এ ছবিতে আর নয়। এখান থেকে বেরিয়ে আসতে চাই আমি। এটা আর কোনো চিন্তাই করতেও রাজি নই আমি।
সমালোচকরা মনে করেন জেমস বন্ড সিরিজে তিনিই সেরা বন্ড। জিরো জিরো সেভেন হয়ে যখন পর্দায় আসলেন ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ক্রেগ, তখন যেন সবাই সত্যিকার জেমস বন্ডকে দেখছেন।
৪৭ বছর বয়সী এই অভিনেতাকে চতুর্থবারের মতো 'বন্ড' হিসেবে দেখা যাবে।
এ মাসের ২৬ তারিখে লন্ডনে অনুষ্ঠিত হবে স্পেকট্রার ওয়ার্ল্ড প্রিমিয়ার। নভেম্বরের ৬ তারিখে আমেরিকায় মুক্তি পাবে বন্ড চরিত্রে ডেনিয়েল ক্রেগের শেষ 'বন্ড'।
-
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন