সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

ত্রিশালের নিখোঁজ হাজি দম্পতির লাশ শনাক্ত

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালের নিখোঁজ তিন হাজির মধ্যে এক দম্পতির মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ত্রিশাল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার আব্দুল লতিফ (৬০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫৫)।
সোমবার নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে এখনও নিখোঁজ রয়েছেন ত্রিশালের একই এলাকার জহির রায়হানের স্ত্রী সেলিনা বেগম।
এর আগে মিনায় দুর্ঘটনায় তারা নিখোঁজ ছিলেন। কয়েকদিন পরেও বিষয়টি সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তাদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
নিহত লতিফ-জাহানারা দম্পতির মেয়ে লাভলী আক্তার সোমবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে বাংলামেইলকে জানান, সৌদী আরব থেকে চাচাতো ভাই শাহজাহান কবীর মরদেহ শনাক্ত করেছেন। মরদেহ শনাক্তের পর মক্কার কবরস্থান জান্নাতুল মাওয়ায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, দম্পতির মৃত্যুর ঘটনা জানাজানি হলে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Share:

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Posts

Unordered List

Definition List