সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

সৎ বাবার কাছে ধর্ষিতা হয়ে মা হল ১২ বছরের কিশোরী

ভারতের চেম্বুরের ১২ বছরের এক কিশোরী জেজে হাসপাতালে একটি পুত্র শিশু প্রসব করে। নিগৃহীতা কিশোরী মায়ের সদ্যজাত পুত্রসন্তানের ওজন ২ কেজি। এই মুহূর্তে শিশুটি জেজে হাসপাতালের নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি। মাস খানেক আগে চেম্বুর পুলিস স্টেশনে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এই কিশোরী। ততদিনে সে ৭ মাসের গর্ভবতী। কিশোরী অভিযোগ করে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে তারই সৎ বাবা। মেয়েটির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। কয়েক মাস আগে থেকেই পেটের যন্ত্রণা শুরু হয় ওই কিশোরীর। পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রাথমিকভাবে তাকে কিছু ব্যাথা নিরাময়ক ওষুধ দেওয়া হয়। ডাক্তার বুঝতেই পারেননি ১২ বছরের ওই কিশোরী গর্ভবতী। কিন্তু এরপরে মেয়েটির পেট আকারে আয়তনে বাড়তে থাকলে সোনোগ্রাফি করার নির্দেশ দেন ডাক্তার। তারপরেই ধরা পড়ে ওই কিশোরী ইতিমধ্যেই ৭ মাসের গর্ভবতী। এরপরেই নিগৃহীতা কিশোরীর মা তাঁর স্বামীর (মেয়েটির সৎবাবা) চেম্বুরে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সদ্যোজাতের ডিএনএ-এর সঙ্গে নিগৃহীতার সৎবাবার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে
Share:

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Posts

Unordered List

Definition List