এবার যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলো।
ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আজ বন্ধ রাখা হচ্ছে।
এর আগে অস্ট্রেলিয়া ও ব্রিটেন তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিল।
বিবিসি জানায়, কানাডা সরকারের ভ্রমণ
সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর
রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা
অবলম্বন করতে বলা হয়েছে।
এর আগে সোমবার ব্রিটিশ নাগরিকদের জন্য
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে এবং এর তিনদিন আগে শুক্রবার অস্ট্রেলিয়া
একই ধরণের সতর্কতা জারি করেছিল। অস্ট্রেলিয়ায় সরকারের ভ্রমণ বিষয়ক এক
ওয়েবসাইটে আজ মঙ্গলবার সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে দেখানোর পরামর্শ
দেয়া হয়েছে। জরুরি কাজ না থাকলে বাংলাদেশে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার
আহ্বান জানানো হয়েছে।
দুই দেশই উল্লেখ করে যে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশে পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর জঙ্গি হামলা হতে পারে।
এদিকে ঢাকায় কূটনৈতিক এলাকায় গুলিতে
সোমবার সন্ধ্যায় সিজার তাভেল্লা (৫০) নামে একজন ইতালীয় নাগরিকের মৃত্যুর
ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের
৯০ নম্বর সড়কে গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাকে রাজধানীর ইউনাইডেট
হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত তাভেল্লা প্রুফস নামে নেদারল্যান্ডভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার ছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন