বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

প্রিয়ংকা চোপড়ার সেক্স নিয়ে তোলপাড় (ভিডিওসহ)

অনেকের চোখ গোল গোল হয়ে গিয়েছিল কোয়ান্টিকো’র ট্রেলারে প্রিয়াঙ্কার সেক্স সিন দেখে। অনেকে তো দেশি গার্লের সেই সিন দেখে ‘কোয়ান্টিকো’ দেখার কথা স্থিরও করে ফেলেছিলেন। কিন্তু,বাধ সাধল ভারত সরকার। শোনা যাচ্ছে, ট্রেলারে দেখানো সেই সিন নাকি ছেঁটে বাদ দিয়ে দেওয়া হবে। তারপর টেলিকাস্ট করা হবে ‘কোয়ান্টিকো’।
এ কথা শুনে অনেকেই বলতে শুরু করেছেন, গাড়িতে প্রিয়াঙ্কার সেই সিন তো মোটেই অশালীন কিছু নয়। আর অতিরিক্ত যৌনতাও সেখানে দেখানো হয়নি। তাহলে? মোটে তো কয়েক মিনিট।

তাতে কী? সেটুকুতেই তো প্রিয়াঙ্কার কালঘাম ছুটেছিল। স্বীকার করেছিলেন, এই সেক্স সিন করতে গিয়ে বেশ নার্ভাস হয়েছিলেন তিনি। আর সে কথা শুনে আগ্রহ আরও বেড়েছিল। এমন কী শুট করেছেন প্রিয়াঙ্কা? এবার মনে হচ্ছে সেই উত্তর অজানাই থেকে যাবে।
এই নিউজ এর ভিডিও দেখতে এখানে ক্লিক কুরুন
pc video

Share:

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Posts

Unordered List

Definition List