বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

বাংলাদেশের ম্যাচ বাড়ানোর দাবি তুলবে বিসিবি

যত বেশি ম্যাচ খেলা যাবে, ততো বেশি উন্নতি হবে- এমনই বিশ্বাস বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বাংলাদেশের বর্তমান অবস্থান বেশি ম্যাচ খেলার কারণেই হয়েছে বলে মনে করেন তিনি। তাই তো আইসিসির সভায় বাংলাদেশের ম্যাচ বাড়ানোর দাবি তোলা হবে জানালেন বিসিবি সভাপতি। ৯ অক্টোবর দুবাইতে শুরু হচ্ছে আইসিসির সভা। সভায় যোগ দিতে শুক্রবার দেশ ছাড়বেন বিসিবি সভাপতি। সেখানে এফটিপিসহ ম্যাচ বাড়ানোর বিষয় নিয়ে কথা বলবেন তিনি। বুধবার বিসিবির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এমনই জানিয়েছেন নাজমুল হাসান। ম্যাচ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির সভায় এফটিপি নিয়ে আলোচনা হবে। সেখানে আমরা বলবো যে বাংলাদশও এখন বড় দলগুলোর মতো বেশি ম্যাচ খেলার যোগ্য। গত এক বছরে আমরা বেশি ম্যাচ খেলেছি বলেই আমাদের র‌্যাঙ্কিং বেড়েছে। তাই আমরা বড় দলগুলোর সাথে আরো বেশি ম্যাচ খেলতে চাই।’ বিসিবি সভাপতি অবশ্য মনে করেন আগের চেয়ে বাংলাদেশ এখন অনেক বেশি ম্যাচ খেলে। কিন্তু উন্নতির জন্য এরচেয়ে বেশি ম্যাচ খেলা দরকার। এ কারণেই আইসিসির সভায় বিষয়টি নিয়ে জোর দাবি তুলবেন তিনি।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List