মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

একবার চার্জেই চলবে ৪০ দিন



phone
স্মার্টফোন দীর্ঘক্ষণ সচল রাখার জন্য চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকিটেল তৈরি করলে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন।
  1.  
ফোনটির মডেল কে৬০০০। ফোনটিতে আছে ৬০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।
এর আগে অকিটেল ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির একটি ফোন বাজারে ছাড়ে।
গিজমো চায়না জানিয়েছে, অকিটেলের নতুন এই ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে টানা ৪০ দিন পর্যন্ত সচল থাকে। অন্যদিকে এটি দিয়ে একটানা ৪৬ ঘণ্টা গান শোনা যাবে। এই ফোনটিতে ফাস্ট চার্জি প্রযুক্তি রয়েছে।
ফোনটি মাত্র ৫ মিনিট চার্জ দিলে ২ ঘণ্টা কথা বলা যাবে। এটিতে রিভার্স চার্জিং প্রযুক্তি আছে। ফলে এটি দিয়ে অন্যফোনেও চার্জ দেয়া যাবে।
ফোনটির কনফিগারেশন ও দরদাম সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List