মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

যে কারণে স্তন খোলা রেখে সংবাদ পাঠ করলেন তিনি

1443508799 (1)
টেলিভিশনের পর্দায় খবর পড়ছেন এক সুন্দরী মহিলা। পর্দায় তার যতটুকু শরীর দেখা যাচ্ছে, তাতেই স্পষ্ট তার পোশাকের নিচে কোনও অন্তর্বাস নেই। তাও লাইভ শো নয়, নেহাৎই স্ক্রিন টেস্ট চলছিল।  ব্যাস! চ্যানেলের কর্তারাও মহাখুশি সংবাদপাঠিকা এনকি ব্র্যাকাজের পারফর্ম্যান্সে।
 
২১ বছরের এনকি ব্র্যাকাজ তার স্ক্রিন টেস্টে যেভাবে বাজিমাৎ করেছেন, তা দেখে তাজ্জব দুনিয়া।  পর্দায় তার শরীরে কেবল একটি ব্লেজার।
আলবেনিয়ার রাজধানী টিরানার এক টিভি চ্যানেলে এনকিকে সংবাদপাঠের চাকরি অফার করা হয়েছে।  জানা গেছে, ওই চ্যানেলের কর্তারা এনকিকে দিয়ে খবর পাঠ করিয়ে টিআরপি রেটিংয়ের শীর্ষ ওঠার পরিকল্পনা সেরে ফেলেছেন।
চ্যানেলের এক মুখপাত্র জানিয়েছেন, জানি অনেকেই বলবেন এভাবে খবর পড়ার পদ্ধতিটি খানিকটা ব্যতিক্রমী। কিন্তু আমাদের স্ক্রিন টেস্টের কয়েকটি ফুটেজ ইতিমধ্যেই ইন্টারনেটে সুপারহিট হয়েছে। তাই আমরা ঠিক করেছি, এনকি-র জন্য আলাদা টাইম স্লট বরাদ্দ করা হয়েছে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List