মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

খালেদা-আশরাফের বৈঠক গুঞ্জনের শেষ কোথায়?

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে বৈঠক হবার গুঞ্জন উঠেছিল কয়েকদিন আগে। তখন আওয়ামীলীগ ও বিএনপির কয়েকজন নেতার বক্তব্যে এ গুঞ্জন মিথ্যা ও গুঁজবে পরিণত হয়েছিলো। কিন্তু সোমবার গুঞ্জনের সত্যতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলামের চুপ থাকা এ গুঞ্জন সত্য হবার দিকে ঝুকছে।
সোমবার লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও স্পিকারের আমন্ত্রণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ এছাড়া আগামী বছরের শুরুতে মধ্যবর্তী নির্বাচন হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো ইনফরমেশন নেই।’
আর সৈয়দ আশরাফের এমন ‘লুকোচুরি’ বক্তব্য নিয়ে গুঞ্জনের মাত্রা এখন আরও বেড়ে চলেছে। অনেকেই মনে করছে, খালেদা জিয়ার সাথে আশরাফের ‘বৈঠকের’ ঘটনাটি সত্য। আর সত্য যদি নাই হবে তাহলে সরাসরি ‘না’ বলতে সমস্যা কি?
এ ব্যাপারে জানতে চাইলে খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজামান দুদু বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। আমি কিছু বলতে পারবোনা।’ অন্যদিকে এ বিষয়ে জানতে বিএনপির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনেকে ফোন দিলে তিনি ফোন ধরেননি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর খালেদা-আশরাফ বৈঠক হবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেছেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এ বৈঠকের কোন ভিত্তিই নেই। সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন গেছেন কারণ সেখানে তার পরিবার আছে তাই সেখানে তিনি ঈদ কাটাবেন তবে বৈঠক হওয়ার বিষয়টি একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।’
একইদিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘খালেদা জিয়া এবং সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে বৈঠক হবে এমন বিষয়টি সম্পূর্ণ আজগবি। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কোন সম্ভাবনাই নেই, এটা ভিত্তিহীন।’
তেমনি বিএনপির নেতাদের কন্ঠেও প্রায় একই সুর ছিল সেদিন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেছেন, ‘এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই, তবে বৈঠক না হওয়ার সম্ভাবনাই বেশি। বৈঠক হতে পারে না, তবে তাদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় হতে পারে বলে জানান তিনি।’
ওইদিন বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেছেন, ‘তাদের মাঝে কোন আলোচনার সম্ভাবনা নেই তবে সৈয়দ আশরাফ ভদ্র, উচ্চ শিক্ষিত মানুষ- সেক্ষেত্রে তিনি বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে পারেন। তবে এই মুহুর্তে লন্ডনে বৈঠকের কোন সম্ভাবনা নেই বলেই জানান তিনি।’
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List