মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা!

হ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের বেনামী একজন মালিক সৌদি আরব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একজন অভিযুক্ত কিশোরকে তার অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া হলে ঐ ব্যক্তি প্রতিশোধ হিসেবে এই যুদ্ধ ঘোষণা করেন। মোহাম্মদ আলী আল নামের সেই কিশোরকে ২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে আরব স্প্রিংয়ের বিক্ষোভে তার তথা-কথিত অংশগ্রহণের জন্য তাকে গ্রেফতার করা হয়। তার এই ভুলের জন্য তাকে শিরশ্ছেদের দণ্ডে দন্ডিত করা হয়। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মাধ্যম প্রতিবাদ করেছে এবং সৌদি সরকারের উপর মানবাধিকার বিশেষজ্ঞদের দ্বারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করার অভিযোগ করা হয়েছে।এখন এই অ্যানোনিমাস হ্যাক্টিভিস্ট গ্রুপ ‬ চালু করেছেন এবং একটি সময়ে কয়েক ঘন্টার জন্য সৌদি সরকারের ওয়েবসাইট অফলাইন করে রেখেছিল। হ্যাক্টিভিস্ট গ্রুপের সদস্যরা বিনের ওয়েবসাইটে তাদের টার্গেট তালিকায় প্রকাশ করেছেন। তারা আর কোন কোন পেজ হ্যাক করবেন তা সেখানে প্রকাশ করা হয়েছে।অ্যানোনিমাস তাদের একটি বিবৃতিতে জানান, একজন নির্দোষ তরুণ ছেলের মৃত্যুদণ্ড তারা কোনভাবেই মেনে নিবে না। তারা চুপচাপ এসব দেখবেন না।
১৩ জন বিচারক ইতিমধ্যে আলী মোহাম্মদের মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন। অর্থাৎ এই যে, এখন শুধু সৌদি বাদশাহের অনুমোদন দেয়া বাকি। যুক্তরাজ্যের ফরেন অফিস সৌদি কর্তৃপক্ষের সাথে খুব দ্রুত এই মামলার বিষয়ে কথা বলবেন বলে জানা যায়।<
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List