>
ফিরে আসছে 'হেট স্টোরি'। সিরিজের দুটি ছবি দিয়ে রূপালী পর্দার পাশাপাশি দর্শকহৃদয় এবং বিতর্কে ঢেউ তুলে এবার 'হেট স্টোরি ৩'। সম্প্রতি প্রকাশ হয়েছে এই ছবির হট ট্রেলর।
টি-সিরিজ প্রকাশ করল এই ছবির শিহরণ জাগানো ট্রেলর। জেরিন খান, শারমান যোশী, ডেইজি শাহ এবং করণ সিং অভিনীত ছবিটি ট্রেলরেই আলোড়ন ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ৮১ লক্ষ দর্শক। ট্রেলরটি আরও বেশি সাহসী, যৌন উত্তেজক ও আকর্ষণীয়।
হিটের পাশাপাশি অবশ্য নিন্দার ঝড়ও উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অনেকেই বলছেন, যৌনতাকে মূখ্য করেই ছবির ট্রেলর প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবির কাহিনি নির্ভর প্রচারণার বদলে বিশেষ কিছু দৃশ্য এবং তার সঙ্গে মানানসই শব্দসংযোজন করে জনপ্রিয়তা লাভের কূট কৌশল এই ট্রেলর।
ছবির পরিচালক আগেই জানিয়েছেন, হেট স্টোরি সিরিজের এই তৃতীয় সিনেমায় থাকছে চারগুণ বেশি হিংসা, থ্রিলার, অ্যাকশন ও রোমান্স ও যৌনতা।
দেখুন সেই ট্রেলর-
টি-সিরিজ প্রকাশ করল এই ছবির শিহরণ জাগানো ট্রেলর। জেরিন খান, শারমান যোশী, ডেইজি শাহ এবং করণ সিং অভিনীত ছবিটি ট্রেলরেই আলোড়ন ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ৮১ লক্ষ দর্শক। ট্রেলরটি আরও বেশি সাহসী, যৌন উত্তেজক ও আকর্ষণীয়।
হিটের পাশাপাশি অবশ্য নিন্দার ঝড়ও উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অনেকেই বলছেন, যৌনতাকে মূখ্য করেই ছবির ট্রেলর প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবির কাহিনি নির্ভর প্রচারণার বদলে বিশেষ কিছু দৃশ্য এবং তার সঙ্গে মানানসই শব্দসংযোজন করে জনপ্রিয়তা লাভের কূট কৌশল এই ট্রেলর।
ছবির পরিচালক আগেই জানিয়েছেন, হেট স্টোরি সিরিজের এই তৃতীয় সিনেমায় থাকছে চারগুণ বেশি হিংসা, থ্রিলার, অ্যাকশন ও রোমান্স ও যৌনতা।
দেখুন সেই ট্রেলর-
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন