শাকিব খান নামের সাথে জড়িয়ে আছে দেশের চলচ্চিত্রের সন্মান। শাকিব মানেই দর্শক পাগল করা ছবি। শাকিব নিজের নামের সাথে অনেক ছবিও করেছেন। যা এ পযর্ন্ত বাংলা সিনেমায় কেউ করতে পারেনি। এবার শামীম আহমেদ রনীর পরিচালনায় মেন্টাল সিনেমাতে জুটিবদ্ধ হয়েছেন শাকিব খান ও তিশা। আর এ সিনেমাতেই একটি রোমান্টিক দৃশ্যে তাদের দেখা যাবে।
সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে মেন্টাল ছবির ট্রলোর। দৃশ্যে দেখাগেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে রোমান্টিক ভাবে শাকিব খান। দৃশ্যপটে এমন দেখা যাবে, শাকিব-তিশা একে অপরকে ভালবাসেন। আর প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের কিছু উপায় থাকে। এই দৃশ্যটি তেমনই। ভালোবাসার প্রকাশ ঘটাতেই তারা অন্তরঙ্গ হয়েছে। সিনেমাটিতে তিশা অভিনয় করছেন সিমি নামে একজন সাংবাদিকের চরিত্রে।
শাকিব-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা আঁচল ও খুদে গানরাজের পড়শি,মিশা সওদাগরসহ আরো অনেকে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন