শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন যিনি

1444977622
পুরুষ বিভাগের মত নারী ক্রিকেটারদেও ব্যস্ত রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কয়েকদিন আগে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট টিম। এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তারা।
  1. )
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের নারী ক্রিকেট টিমকে নিয়ে বেশ কয়েকটি নতুন পরিকল্পনা নিয়েছে। মহিলা বিভাগকে পুরুষ বিভাগের মত করে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এতদিন ওয়ানডে ও টেস্টে সালমা খাতুন অধিনায়ক ছিলেন। এখন ওয়ানডে থেকে সরিয়ে দেয়া হবে সালমাকে। তাকে টেস্টের দায়িত্ব দেয়া হবে। অন্যদিকে নতুন ওয়ানডে অধিনায়ক করার কথা রয়েছে জানানারা বেগমকে।
জানানারা বেগম একজন অল-রাউন্ডার। সম্প্রতি পাকিস্তান সফরে সাফল্য পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট টিম। টিমের সাফল্য যাত্রায় ফিরতে এই উদ্যোগ কাজে আসবে বলে ধারনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
Share:

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Posts

Unordered List

Definition List