শনিবার, ২৬ মার্চ, ২০১৬
Home »
Health News
,
recent news
,
updated news
,
world news
» অ্যাঙ্গোলায় হলুদ জ্বরে মৃতের সংখ্যা ১৫৮
অ্যাঙ্গোলায় হলুদ জ্বরে মৃতের সংখ্যা ১৫৮
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলায় হলুদ জ্বর মহামারীতে এ পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের শেষদিকে দেশটিতে মশাবাহিত হলুদ জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। ক্রমেই এটি মহামারী আকার ধারণ করেছে।
এছাড়া, পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনা ও ময়লা আবর্জনার কারণে দেশটির রাজধানী লোয়ান্ডাসহ অন্যান্য শহরে ম্যালেরিয়া, কলেরা ও জটিল ডায়রিয়ারও প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন