'বৃক্ষমানবের' বাঁ হাতে অস্ত্রোপচার
সম্পন্ন
সম্পন্ন
শনিবার সকাল ১১টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার অস্ত্রোপচার হয়। এক মাস আগে তার ডান হাতেও সফল অস্ত্রোপচার হয়েছিল।
আজ আবুলের অস্ত্রোপচারে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালামসহ তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। অস্ত্রোপচারের পর 'বৃক্ষমানব' সুস্থ আছেন বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সামন্ত লাল সেন।
বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারকে গত ৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দেশের চিকিৎসা বিশেষজ্ঞরা এ রোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে চিকিৎসা শুরু করেছেন। আবুল বাজনদারসহ বিশ্বে এ পর্যন্ত মাত্র তিনজন এ রোগে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকরা বলেছেন, এপিডার্মো ডিসপ্লোসিয়া ভেরুকোফরমিস নামে এক ধরনের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন