শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

খুলল বিশ্বের প্রথম পর্ন বিশ্ববিদ্যালয়



43573-dekhi
বিশ্বের প্রথম পর্নগ্রাফিক বিষয়ক বিশ্ববিদ্যালয় খুলল ইটালিতে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘Italian Stallion’। বিশ্ববিদ্যালয়টি খুললেন ইটালির পোড়খাওয়া পর্ন অভিনেতা রোকো সিফরেডি। তিনিই জানালেন, মানুষকে পর্ন বিষয়ে শিক্ষিত করার জন্য এই বিশ্ববিদ্যালয় খোলা হল।

বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বিশঅবের তাবড় তাবড় সব পর্নস্টাররা। মোট ২ সপ্তাহের কোর্স পড়ানো হবে। এই কোর্সে ভাল ফল করলে মিলবে পর্ন সিনেমায় অভিনয়ের সুযোগ। অন্তত হাজার জন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু পড়ার সুযোগ পেলেন মাত্র ২১ জন। তার মধ্যে ১৪ জন মহিলা। কোর্সে শেখানো হবে পর্ন সিনেমায় অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান বলছেন, এখানে শৃঙ্খলাকে আলাদা গুরুত্ব দেওয়া হবে। আর প্রতিষ্ঠাতা বলছেন, ‘পর্ন হল দুনিয়ার সবচেয়ে আগ্রহের শব্দ। আমাদের লক্ষ্য সেই পর্ন বিষয়ে সবাইকে শিক্ষিত করে তোলা।’
Share:

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Posts

Unordered List

Definition List