ছবি: ওয়েডিং ডায়রি বাংলাদেশ
গত, ২৫ সেপ্টেম্বর নিজেদের বিবাহীত জীবনের দ্বিতীয় বর্ষে পা রেখেছেন মুশফিকুর রহিম। এর ঠিক এক সপ্তাহ বাদে টেস্ট দলের অধিনায়ক ও তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মণ্ডির নিমন্ত্রনে হাজির হয়েছিলেন এক ঝাঁক ক্রিকেটার।
আর সেখানেই ভিন্নরূপে দেখা গেল তিন ক্রিকেটারকে। তারা হলেন পেসার তাসকিন আহমেদ, ও দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে। মঞ্চে উঠে রীতিমত ‘ডিসকো ড্যান্স’ করে দেখালেন তাসকিন।
প্রথমে, সেই নাচ মুগ্ধ দর্শকের মত দেখছিলেন সৌম্য ও বিজয়। পরে তারাও সামিল হন তাসকিনের নাচে।
জানিয়ে রাখা ভাল, মুশফিকের সঙ্গে মণ্ডির পরিচয় গত ২০১৩ সালের শুরুতে একটি পারিবারিক অনুষ্ঠানে। পরিচয় থেকে টুকটাক কথা, এরপর হৃদয়ের আদান-প্রদান; অত:পর সম্পর্কের শুভ পরিণতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন