শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

বিয়ে করলেন লাক্স তারকা চৈতী



10-10-2015- Choity
কথা অনুযায়ী বিয়ে করলেন ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি। পাত্র শাওন রয় যুবরাজ পেশায় ব্যবসায়ী। তার সঙ্গে তিনি রাজনীতিও করেন। এছাড়া তিনি ত্রিমাত্রিক ও গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন। গত ৮ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই লাক্স তারকা। এর আগে এ বছরের ৬ আগষ্ট বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। ওই সময়ে দুই পরিবারের কয়েকজন সদস্য ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার, চৈতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘মেরিড টু শাওন রয়’ লেখেন। তার বর শাওন রায়ের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি ফেসবুকে। এ সময়ে তাদের দুজনের গলায় মালা পড়া ছিল।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List