বুধবার, ২৩ মার্চ, ২০১৬

প্রথম পাতা1.340348 খেলা সেরিনা-মারের জোড়া আক্রমণে ক্ষমাপ্রার্থী জোকার

নোভাক জকোভিচের মন্তব্য নিয়ে নতুনভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে মুখ খুলেছেন বিশ্বের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা সেরিনা উইলিয়ামসও।
ইন্ডিয়ান ওয়েলসের চিফ এগজিকিউটিভ রেমন্ড মুরের ইস্তফার পরেও থামছে না বিতর্ক। বরং নোভাক জকোভিচের মন্তব্য নিয়ে নতুনভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে মুখ খুলেছেন বিশ্বের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা সেরিনা উইলিয়ামসও। ফেসবুকে নিজের মন্তব্য নিয়ে জোকার ক্ষমা চাইলেও বিতর্ক থাকছে।
ইন্ডিয়ান ওয়েলস টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার পর জকোভিচ বলেছিলেন, পুরুষ খেলোয়াড়রাই টেনিসকে জনপ্রিয় করে তুলেছেন। তাই মহিলা খেলোয়াড়দের চেয়ে পুরুষদের পুরস্কারমূল্যের পরিমাণ বেশি হওয়া বাঞ্ছনীয়। সেই বক্তব্য টেনিসবিশ্বে ঝড় তুলে দিয়েছে। বুধবার মারে সাংবাদিকদের বলেছেন, ‘‘নোভাক কেন এমন মন্তব্য করেছে সেটা বুঝতে পারছি না। রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল টেনিসকে জনপ্রিয় করে তুলতে যে লড়াই করেছে, সেরিনাও সেখানে কোনও অংশে পিছিয়ে নেই। সকলের প্রতি সমানভাবে কৃতজ্ঞ থাকা উচিত।’’ আক্রমণাত্মক সেরিনা। তিনি বলেছেন, ‘‘নোভাক মন্তব্য করতেই পারে। কিন্তু আমার নিজের যদি এক পুত্র এবং এক কন্যা থাকত, আমি কোনও সময়েই দু’জনের মধ্যে বৈষম্য করতাম না। পরে যদি নোভাক কন্যাসন্তানের বাবা হয়, মেয়ের প্রতি কী এই মনোভাবই ও পোষণ করবে?’’
পরিস্থিতির চাপে ফেসবুকে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন জকোভিচ। তিনি বলেছেন, ‘গত রবিবার ম্যাচ জয়ের পর উত্তেজিত হয়ে হয়তো এমনকিছু কথা বলেছি যা আমার দর্শনের সঙ্গে মেলে না। ভবিষ্যতে নিজের কথাবার্তা সম্পর্কে আরও সচেতন থাকব। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি’।  source  ebela
Share:

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Posts

Unordered List

Definition List