বুধবার, ২৩ মার্চ, ২০১৬

সচিন, ধোনির ক্লাবে নতুন সদস্য কোহলি

ভারতীয় ক্রিকেটার হিসেবে অনেকদিন আগে থেকেই সচিন কিংবা ধোনি সঙ্গে এক সঙ্গে উচ্চারিত হয়। এবার আরও একটা কারণে।
বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি তো এখন নিয়মিত ব্যাপার। ব্যাট হাতে তিনি ভারতীয় দলের বড় ভরসা। এবার সেই কোহলিই রোজগারে ঢুকে পড়লেন ১০০ কোটির ক্লাবে।
বিরাটের দখলে রয়েছে ১৩টি ব্র্যান্ড। তাঁকে নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে চলছে টানাটানি। কোহলির ব্র্যান্ডিং নিয়ে যে সংস্থা কাজ করছে তারাই এই তথ্য জানিয়েছে। ২০১৪ সালে বিরাটের এনডোর্সমেন্ট ছিল বছরে ১০ কোটি টাকার।

বিরাটের প্রথম বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছিল বছরে ৬.৫ কোটি টাকা। আর এখন তাঁর দখলে ১১টি ব্র্যান্ড। বিরাটের এনডোর্সমেন্ট সংস্থার দাবি, বড় বড় সংস্থাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন কোহলি। এমনকি এই বছরেই ধোনিকে কোহলি ছাপিয়ে যাবেন বলে মনা করা হচ্ছে। এই মুহূর্তে সব থেকে বেশি ব্র্যান্ড রয়েছে ধোনির কাছে। কোহলি সেটা খুব শীঘ্রই টপকে যাবেন বলে মনে করা হচ্ছে।   source    ebela
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List