হিপ-হপ মডেলিং হোক বা ফ্যাশন ডিজাইনিং— সবক্ষেত্রেই দক্ষ মার্কিন
অভিনেত্রী অ্যাম্বার রোজ। নারীর ক্ষমতায়নের জন্য এ বার নগ্ন হলেন তিনি।
রবিবার লস এঞ্জেলসে আয়োজিত একটি স্লাটওয়াকে হাজির ছিলেন নায়িকা। তবে স্টেজে
উঠেই অঝোরে কেঁদে ফেললেন অ্যাম্বার। তার কথায়, ‘স্টেজে উঠে কাঁদছি, কারণ
যে কঠিন মেয়েটিকে আপনারা আমার মধ্যে খুঁজছেন, আমিও তাকেই খুঁজছি।’
ব্যক্তিগত জীবনে অ্যাম্বারকেও এক সময় স্লাট শেমিং করা হয়েছিল। এ দিন সেই ঘটনার জন্য তিনি সরাসরি আঙুল তুলেছেন তার প্রাক্তন বয়ফ্রেন্ড কেনি ওয়েস্টের দিকে। একই ভাবে স্লাট শেমিংয়ের জন্য আরও এক প্রাক্তন বয়ফ্রেন্ড উইজ খলিফাকেও কটাক্ষ করেছেন তিনি।
এ দিন তার জামায় লেখা ছিল, ‘জাস্ট বিকস আই অ্যাম আ সেক্সুয়াল বিয়িং ডাজ নট মিন আই ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ ইউ’। তিনি আরও জানান, যে সব মেয়েদের এ নিয়ে কথা শুনতে হয়েছে প্রয়োজনে তাদের সকলের জন্যই স্লাটওয়াক করবেন তিনি।
ব্যক্তিগত জীবনে অ্যাম্বারকেও এক সময় স্লাট শেমিং করা হয়েছিল। এ দিন সেই ঘটনার জন্য তিনি সরাসরি আঙুল তুলেছেন তার প্রাক্তন বয়ফ্রেন্ড কেনি ওয়েস্টের দিকে। একই ভাবে স্লাট শেমিংয়ের জন্য আরও এক প্রাক্তন বয়ফ্রেন্ড উইজ খলিফাকেও কটাক্ষ করেছেন তিনি।
এ দিন তার জামায় লেখা ছিল, ‘জাস্ট বিকস আই অ্যাম আ সেক্সুয়াল বিয়িং ডাজ নট মিন আই ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ ইউ’। তিনি আরও জানান, যে সব মেয়েদের এ নিয়ে কথা শুনতে হয়েছে প্রয়োজনে তাদের সকলের জন্যই স্লাটওয়াক করবেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন