মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

১৬ হাজার টাকায় ইন্টেলের মুঠো কম্পিউটার

 এবার দেশের বাজারে এলো ইন্টেলের কম্পিউটার স্টিক। পেনড্রাইভ আকৃতির এই ডিভাইসটি যেকোনো এইচডিএমআই সমর্থিত ডিসপ্লের সাথে যুক্ত করলেই কম্পিউটারে রূপ নেবে ডিসপ্লেটি। মাত্র ১৬ হাজার টাকায় কেনা যাবে ডিভাইসটি। 
ইন্টেলের তৈরি মাত্র ৪ ইঞ্চি আকারের কম্পিউটার স্টিকটিতে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির কোয়াড কোড় অ্যাটম প্রসেসর, এইচডি গ্রাফিক্স, ২ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ। প্রয়জনে এতে ব্যবহার করা যাবে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১। 
পকেট কিংবা হাতের মুঠোয় বহনযোগ্য এই কম্পিউটার স্টিকটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর বা টিভির সাথে সংযুক্ত করতেই ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রাণবন্ত হয়ে উঠে। ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়া যায় ইন্টারনেট দুনিয়ায়। ইউএসবি পোর্টের মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ বা ডেটা আদান প্রদান করা যায় অনায়াসেই। 
কম্পিউটার স্টিকটির সাথে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স।

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List