জামা কাপড়, পশু-পাখি, মাছ, তরকারিসহ অনেক কিছুর হাট বসে সে সম্পর্কে আমাদের কেইউ অজানা নয়। তবে নারী বেচাকেনার হাটের কথা কথনো কি শুনেছেন? হয়তো না, কিন্তু সত্যি বিক্রি হচ্ছে নারী।
অনুসন্ধান প্রতিবেদনে প্রকাশ পেয়েছে নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব কাহিনীর কথা। যেখানে ময়মনসিংহের তামান্না নামক এক মেয়েকে খুঁজতে বেরিয়ে এসেছে নারী বিক্রির অনেক অজানা তথ্য সম্পর্কে। নানা কৌশলে বিভিন্ন প্রলোভনে গ্রামের দরিদ্র পরিবারের মেয়েদের ঢাকায় নিয়ে এসে বেঁচে দেয়া হচ্ছে, আর এরপর এদের দিয়ে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হচ্ছে।
এছাড়াও প্রতিবেদনটিতে একটি বড় দালাল চক্র এই ঘৃণিত কাজ কিভাবে, কোন পদ্ধতিতে করছে সেটা তুলে ধরা হয়েছে। এবং এই সকল দালাল চক্রের সদস্যরা আটক হলেও রহস্যজনক কারণে পুলিশ সাধারণ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করছে আর এতে করে তারা খুব সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আর এই সকল ঘৃণিত অপরাধ মূলক কর্মকান্ডে কিছু অসাধু পুলিশেরও যোগসাজেস আছে বলেও প্রতিবেদনটিতে দেখানো হয়েছে।
নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন