মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ‘ধর্ষণ’ তিন পুলিশ কর্মীর

এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ তাঁরই তিন সহকর্মীর বিরুদ্ধে। ওই মহিলা এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এটাওয়ার পুলিশ লাইনে কর্মরত ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, তাঁকে মউরানিপুরে মেলায় কর্তব্যরত থাকার সময়ই ধর্ষণ করে তিন পুলিশ কর্মী। তিন অভিযুক্ত অজয় যাদব (ঝাঁসিতে কর্মরত), রাজা ভাই (আউরিয়াতে কর্মরত) এবং পুলিশের গাড়ির এক চালক। অজয় ও রাজাও কনস্টেবল।এটাওয়ার সিনিয়র পুলিশ সুপার মঞ্জিল সাইনি এ কথা জানিয়েছেন।
সাইনি জানিয়েছেন, নির্যাতিতা মহিলা কনস্টেবলকে গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর ঝাঁসিতে মেলার ডিউটি দেওয়া হয়। সেখানেই তিনি ধর্ষিত হন বলে অভিযোগ। সাইনি বলেছেন, কানপুর জোনের ইন্সপেক্টর জেনারেলকে ওই মহিলা কনস্টেবল এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সাইনি।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List